ইন্দ্রাণী সরকার








আমার তুমি 



স্বপ্নে সাজানো মেঘের তোরণে তোমার ছবিটি আঁকা
দূরে বহুদূরে চাঁদ উঁকি দেয় সীমাহীনতায় একা |
ভুলে যাওয়া কথা ভুলে যাওয়া ব্যথা ভুলে যাওয়া এই মন 
আঁকাবাঁকা পথে ক্লান্ত আবেগে হারিয়ে যায় এ জীবন | 
আয়ত ও দুটি চোখে দেখেছি ভেজা শ্রাবনের বৃষ্টি 
সেই চোখেতে বিনাশ আবার সেই চোখেতেই সৃষ্টি |
কালো তিল এই চিবুকেতে আঁকা তোমার পরশ পেতে 
গোলাপী অধর কাঁপে থরথর তোমায় জড়িয়ে নিতে |
নির্বাক চোখে অভিমানী চাওয়া এঁকে দিই তাতে ছবি 
হেসে ওঠে চোখ আরো একবার তুমি যে আমার কবি | 
পেয়ালা ভরানো অধরের মধু পান করে নাও আজ 
তোমার আবেগী তপ্ত ছোঁয়াতে ভুলে গেছি সব কাজ |
চুমু এঁকে দেবো অধরে তোমার মহুয়া করেছি নেশা 
ভুলে যাও যদি দাগ রেখে যাই আদরে সোহাগে মেশা |
তোমার ও বুক চুমুতে ভরাই নিঃশ্বাসে প্রশ্বাসে 
আমার দুটি পদ্ম বৃন্তে তোমার পরশ আশে |
নাভিতে পাই তোমার অধর তুষের আগুনে জ্বলি 
মিলে মিশে যায় দুটি দেহ এক মহুয়া নেশায় টলি |



তোমায় সম্পূর্ণ পাওয়া



কতদিন তোমায় আদর করি নি বলো ত ?
তোমার মাথা কোলে নিয়ে বসে থাকতে
কেবলি মন চায় কোন এক নিরালায় নিঃঝুম রাতে |
মায়াবী চাঁদের আলোয় তোমাকে নিষ্পাপ
কোন দেবশিশুর মত দেখায়,
তোমার চোখের তারায় ভাসে আমার ছায়া |
আমার আঙুলগুলো যখন তোমার চুলের
ফাঁকে ফাঁকে ঘোরাফেরা করে,
তোমার চোখের পাতা আধবোজা হয়ে আসে |
তখন চোখের পাতায় মৃদু চুমু দিতেই
তুমি আবেশে চোখ বন্ধ করে নাও |
তোমার ঠোঁটে আর চিবুকে আমার
রক্তিম ঠোঁট নেমে আসে |
কিছুক্ষণ এভাবেই কেটে যায়
যতক্ষণ না সম্পূর্ণ চুম্বনের অনুভব
ধীরে ধীরে স্তিমিত হয়ে আসে |
তোমার বুকে আঙুল ছোঁয়াতেই
তুমি আমায় কেমন জড়িয়ে ধর,
আর আমার বুকে ছোট শিশুর মত
হাতড়ে বেড়াও, আশ্রয় খোঁজো |
আমার হাত তখন ঘুরে বেড়ায় তোমার
সারা শরীরে, আরো জোরে তোমার
মাথা আমার বুকে টেনে নিই |
যখন তোমার ঠোঁট আমার উলঙ্গ নাভি স্পর্শ করে
আমি দিশেহেরা হয়ে কেঁপে কেঁপে উঠি |
আমি যেন কোন এক অজানা দেশে
অজানা সুখের সাগরে ভেসে যাই |
ধীরে ধীরে আমি চেতনা হারাই,
যখন তুমি সম্পূর্ণভাবে আমায় আত্মসমপর্ণ কর
আর সময় তখন থেমে যায়,
কোন এক গভীরতায় ডুবে যায় ,
আমার তলিয়ে যাই কোন অতল জলের আহ্বানে ||


রূপোলি প্রেম



তোমার রূপোলি প্রেমের জলছবি ঢেকে
রেখেছি গভীর সযত্নে কুয়াশা আঁচলে |
দানাবাঁধা ইচ্ছেগুলো জমাট হয়ে ওঠে,
নীলিমার বিচ্ছুরিত নীলে প্রতিশ্রুতি ছায়া,
মেঘালি রৌদ্রে অপসৃত কায়াহীন কায়া |
তোমার ধ্রুবতারা চোখে তির্যক দৃষ্টি,
কামনার খোলসে সুপ্ত নগ্নতার প্রতিরূপ |
মৃগনাভি সুগন্ধে আবেশে জড়াও পলাশ
নিঃস্ব, রিক্ত করে দাও মাধুকরী আভরণ |
সমুদ্রের জলোচ্ছ্বাসে ভেসে যায় পান্ডুলিপি ||




নিউইয়র্ক ।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.