
কত সহজেই ভুলে যাই
সতীত্ব যাচাই করতে চাইছো ?করতেই পারো
মনে মনে তুমিও যে লক্ষ্মীন্দর সখা !
বেহুলার নৃত্য দেখেছো দেখনি
হৃদয় ক্ষরণ!
তুচ্ছ করে মৃত্যুভয় , যে নিগুঢ় আবেগে
দেবতারে তুষ্ট করে জাগালো মৃতে প্রাণ
এ যে সর্বগ্রাসি প্রেম ।
জানো অমূল্য সতীত্ব সে কোথায় থাকে?
দেখেছ অগনন ভ্রমরের ভীরে
একাকি অপরাজিতা !
তাই আয়োজন করলে অগ্নিপরীক্ষা
জানতে চাইছ কতটা আবেগে
আপ্লুত হই আমি ?
ভুলে যাচ্ছ তোমারও থাকে কিছু দায় ,
আমারো জানা চাই কতোটা আবেগ জমা আছে
তোমার সঞ্চারে ?কতোটা সৎ তুমি প্রেমে ?
আমি অসুর্যস্পর্শা হলে
কৌমার্জ অক্ষুণ্ণ চাই তোমারও ।
কত সহজেই আমরা ভুলে যাই
অনেক দামী যে সততা ও
সতীত্ব সতত বসবাস করে অস্তিত্বের
শুদ্ধতায় , বস্তুতে সে অলীক !!
ভাস্কর্য!
ভাঙা মন্দিরের চাতালে বসেই খুব যত্নে
গড়ছি ভাস্কর্য!
ফুটিয়ে তুলছি তোমায় ; নিপুণ হাতে । কেটে
চলেছি শিল্পিত ছন্দে চোখ মুখ নাক শরিরের বাঁক
নিখুঁত আঁচরে ।
তুমি সামনেই বসে , স্বপ্নময় দুটি চোখ
সৌম্য মুখে স্নিগ্ধ হাসি
দেখে নিচ্ছি চারপাশে চিত্রিত তুমিকে ।
এখানে প্রোথিত তোমার শেকড় আর
মন্দিরের
দেয়ালে দেয়ালে তুমি পটভূমিতে ঐতিহ্য
জলের প্রচ্ছদে সময় নির্মান করে
অতীতের সম্মিলন !
এবারে রঙের শেষ টান দেব দৃষ্টি ফোটা তুলির টানে
এই শুরু কবি বোধনের লগ্ন !
চোখ মেললেন কবি ! দৃষ্টিতে আমার
অন্তরালে থাকা তপস্বিনী !
তিনি উঠে এলেন চাতালে
বললেন'' এস দেবী, চল তপোবনে'
পড়ে থাকে ছেনি আর রংতুলি আমার দুহাতে তখনো
ছাই মাটি মাখা, পরম বিস্ময়ে
দেখি পথ মিশেছে পথেই ।
ঢাকা ।
দুটি কবিতাই খুব ভাল লাগলো ফারহানা ! প্রিয় কবি বন্ধুকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা অফুরান । :)
উত্তরমুছুনসুচিন্তিত মতামত দিন