কাশীনাথ গুঁই

শব্দের মিছিলে পা মিলিয়ে এই রিমঝিমে দিনে মনে পড়ে সেই – ‘জল পড়ে পাতা নড়ে’ কবির কথা। মনে পড়ে যায় – ‘নীল নবঘনে আষাঢ় গগনে’ র গান। তাই শব্দের কারিগরেরা ডালা সাজিয়ে নানা রঙের পসরা নিয়ে আজ হাজির এখানে। শব্দ ব্রহ্ম। কারিগরের হাতে তার নানা রূপ- গল্প,কবিতা,রম্য-রচনা,প্রহসন আরো কত কি। ছাঁচে ফেলে এ কাজ হয়না। শব্দের সাথে আত্মা মিলিয়ে তবে ব্রহ্ম জেগে ওঠেন যা দাগ রেখে যায় পাঠের সময়,ঝড় ওঠে মননে। তবেই কারিগরের সফলতা – নাহলে তা পণ্ডশ্রম বৈ আর কি!

শব্দেরমিছিল যখন সুস্থ সংস্কৃতি চর্চার পরিসরকে সচল রাখার প্রয়াস করছে নিরন্তর; তখনই প্রিয় বাংলার বুকে আর এক মিছিল চলেছে! নির্যাতিত নারীর হাহাকারের হৃদয়বিদারক রক্তার্ত অশ্রুপাতের এক মিছিল! নারীর সম্ভ্রম, তাঁর আত্মসম্মান, তাঁর মৌলিক অধিকার ধর্ষিত হচ্ছে বার বার! প্রশাসন নির্বিকার! রাজনৈতিক দলগুলি দুষ্কৃতীদের আশ্রয়স্থল! পারস্পরিক দোষারোপে মত্ত রাজনীতিবিদরা! বুদ্ধিজীবীরা দলতন্ত্রের নিয়ন্ত্রনাধীন! এ কোন সকাল রাতের চেয়েও অন্ধকার! অন্ধকার এই সময় গ্রাস করেছে বিভক্ত বাংলার দুই খণ্ডকেই! অখণ্ড এই লজ্জা, "বঙ্গ সমাজ নারীর সম্ভ্রম রক্ষায় ব্যর্থ"; এর অভিশাপ থেকে আমরা কেউই মুক্ত নই! এ লজ্জা আমাদের সকলের!

তাই বন্ধু আমাদেরই সচেতন হতে হবে! এই অবস্থা চলতে পারে না দিনের পর দিন! নির্বিকার সরকারকে জাগাতে হবে! প্রশাসনকে তৎপর করে তুলতে, গড়ে তুলতে হবে সামাজিক আন্দোলন! রাজনৈতিক মঞ্চের বাইরেও আমাদের সামাজিক দায়বদ্ধতার পরিসরেই আমরা গড়ে তুলতে পারি জনসচেতনতা! নির্যাতিতার পাশে দাঁড়িয়ে পারি না তার দিকে সহর্মমিতার বন্ধুত্বপূর্ণ হাতটাকে বাড়িয়ে দিতে? দেশের যুবশক্তিকে পাশে নিয়ে অন্যায়ের প্রতিরোধে সুস্থ সংস্কৃতিচর্চার পরিসরটিকে বাড়িয়ে তুলতে হবে ক্রমাগত! যে জাতি তার নারীর নিরাপত্তা নিশ্চিত করতে পারে না, সে জাতির ধ্বংস অনিবার্য! আমরা কি পারি না, সুন্দর এই বাংলাকে নারীর বাসযোগ্য করে তুলতে? জাতিকে কলঙ্কমুক্ত করতে?

আজকের ২৪ তম এই সংকলনে অসাধ্য সেই কাজের দায় সানন্দে বহন করেছেন যে কারিগরেরা আজ তাদের সফল মিছিলে সবাই আসুন সুরে, গানে, তালে পা মিলিয়ে পথ চলি কলঙ্কমুক্ত  করতে।



কাশীনাথ গুঁই
কলকাতা 







একটি মন্তব্য পোস্ট করুন

3 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. sompadokio pore khub valo laglo kashinath guin --- kobi ashisbaroner atmar santi kamona kori --- mone hoy aponader bishesh patay onar lekha ekti kobita dile aro valo lagto --- dhonybad sobder michil --- evabei egiye choluk ---

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. শব্দের মিছিলশনিবার, জুন ২৯, ২০১৩

      আন্তরিক ধন্যবাদ সন্মানিয় সুধী । আপনার আর্জি আমরা গ্রহন করলাম । মুল পাতাতেই ওনার একটি স্ব - রচিত লেখা প্রকাশ করা হবে স্বল্প সময়ের ব্যবধানে ।

      মুছুন
  2. khub valo laglo amar arji grohon korar jonye ---- dhonybad sudhi ---- dhonybad abaro shobder michilke --- onek safoly kamona kori shobder michiler -------

    উত্তরমুছুন

সুচিন্তিত মতামত দিন