
গন্ধগোকুল ফুল

রক্তের আস্ফালন আর ঘরের পরিধি কমে আসে ছিন্ন-সম্পর্কে, দেয়াল জুড়ে মাকড়সার বুনে যাওয়া বায়ু জালের আঠায় জড়িয়ে থাকে, ঝরে পড়া স্মৃতি, পোকাদের পাপড়ি সামান্য! ফাঁকা আর একা লাগে আজ খুব, সত্যিই বড় ভুলভাবে ঝরে গেছে সমস্ত আবেগ। ভালোবাসা সব পারে, ইচ্ছে হলেই নিতে পারো তুলে, আলতো হাতে স্মৃতির ভেজানো দরজা খুলে-
করতলে ধরা কোন নির্বাচিত ফুল !
বরিশাল ।
বাহ দারুন ----- আলতো হাতে স্মৃতির ভেজানো দরজা খুলে -
উত্তরমুছুনকরতলে ধরা কোন নির্বাচিত ফুল ।
সুচিন্তিত মতামত দিন