
অন্ধকার সাগর
সাগরে সাঁতার কাটতে কতোনা ভাল লাগতো
সাগরটা ছিল শুধু আমার দখলে
ছিলনা হাংগর , ছিলনা তিমি , ছিলনা আরো কোনো কিছু
খাবারের কোনো অভাব ছিলনা
যা চাই সব পেতাম
খেলতাম , ছুটাছুটি করতাম এদিক ওদিক
সাগরে পড়তোনা রবির আলো
পড়তোনা চাঁদের রূপালি জ্যোৎস্না
তারপরও সুখের ছিলনা অভাব
আহ ! কি শান্তি
ঐ অন্ধাকার সাগরটাই ছিল আমার প্রিয় ।
চিঠি লিখো
চিঠি লিখো মনে মনে
কাগজে লিখোনা
কাগজে লিখলে জেনে যাবে
তাই লিখবেনা ।
চিঠি লিখে পাঠিয়ে দিও
হাওয়ার প্রবাহে
আসবে দ্রুত আমার কাছে
হৃদয়টা কহে ।
মন দিয়ে পড়বো আমি
কেহ জানবেনা
কি লিখেছো ঐ চিঠিতে
কেহ বুঝবেনা ।
মনের কথা সবই লিখো
নিঃশ্চিন্ত মনে
সংরক্ষন করবো তা আমি
মনে প্রাণে ।
কখনো যদি নাহয় দেখা
রাগ করবোনা আমি
থাকবে মনে অমর হয়ে
জেনে রেখো তুমি ।
ঢাকা ।
সুচিন্তিত মতামত দিন