
তোমার নিমন্ত্রণ
রাজ ফরমান এসে যায় যারা শতকের দিনলিপি
টুকরো করে , বুঝিয়ে দেয় কাঁচকাটা হাততালির
মসৃন হিম চোখ, সেই খানেই আমি ইদানীং বরফ। যারা অতীত থেকেই উঠে আসে জরায়ু ফুল ছিঁড়ে, কষের রক্ত মোছা রুমালে ঝলসানো ভিটেমাটি ছাইচাপা ঘুম।
এইখানে টান দাও, খুঁটে খুঁটে খাও পাহাড় জমা লবন,
উষ্ণীষ- তুমি ছিঁড়ে ফেলো সারল্য, ঝরনাজলে মুখ ডুবাও আর আমি পরবর্তীর পা ধরে
শূন্যে ভাসি।
কি প্রচন্ড ক্ষত। পেট ফুঁড়ে গাছের জন্ম। জ্বলে যায় রক্ষা কবজ, এতো তরল কোথায় পাবো?
মোম গলে গেলে তুলে নিই, নরম করে শরীর মোছাই।ঘুম পাড়ানি গান ভেঙে রক্তধারা নামে।
সেই ধারার শান্ত এক একটি প্রতিবাদ, যারা কালো থেকে এসেছিলো,
ফিরে যাবে গুহার ফাটলে -
আমার মুখাগ্নি লক্ষ বছর স্রোতে চুঁইয়ে পরছে,তবুও তো
ধাতুমিশ্রিত জল মাংসের গন্ধে খুলে খুলে উড়িয়ে দিচ্ছে বিরাট রাত্রির আনন্দ যজ্ঞ আমন্ত্রণ।
কলকাতা ।
সুচিন্তিত মতামত দিন