
লালসা
চলতি পথে মাঝে মধ্যেই মুখোমুখি হই
কিছু শকুনের রিরিংসার ,
জ্যামে অচল শহর ফিরতি পথে , পাশ ঘেঁষে
বাইক আরোহী আচমকা প্রশ্ন করে '' রেট কত? ''
চমকে উঠি ভুল শুনেছি কি ?
না দিব্বি ভদ্রলোক দুজনেই ,আমি কাদিনি শুধু ঘৃণা
ঝরে পড়েছিল দুচোখ থেকে ...।
কিন্তু আজ চোখের জলেই লাভার উত্তাপ
পুড়ে যাচ্ছে কপোল
পুড়ে যাচ্ছে মন , বিষে বোনা কষ্টে- জলে ।
ওড়া শকুন ওদের ওপর কি রাগ চলে ?
চেনালোক যখন খুব শ্লেষ মেশানো কণ্ঠে
জানতে চাইলো ''রেট কতো'' ?
বিস্ময়ে প্রশ্ন করি মানে ?
বলেন ''যত নাচার ঘরে বসে নাচ।
কাপড় খুলে নাচ। কেন গেলি ঘরের বাইরে নাচতে? ''
ভেঙ্গে যায় অপত্য সংযমের বাঁধ
আপন আঙ্গিনা থেকে রাজপথ সবখানেই
নারী অবরুদ্ধ অরক্ষিত শুধু লালসার মাদক
এখানে লোভ বড় বেশি
শুধু রিরিংসার খেলা !
খেলাচ্ছলেই বদলে যায় পারিপার্শ্বিক পটভূমি !
ছোপ ছোপ রক্তে নির্লজ্জ হায়েনার উল্লাস ।
ঢাকা ।
সুচিন্তিত মতামত দিন