পৃথাদির কলমে সুন্দর ভাবে ফুটে উঠেছে এবারের সম্পাদকীয়। খুব ভাল লাগলো। কবিগুরুর ১৫২ তম জন্মদিনে সফল প্রয়াসকে সাধুবাদ জানাই। এবারের ব্লগটিও অসাধারন হয়েছে। তাই ধন্যবাদ প্রাপ্য কবি প্রিয়দীপেরও। শব্দের মিছিলে আমরাও পা মেলাতে পেরে নিজেদের ধন্য মনে করছি।
অনেক ধন্যবাদ ও বিনম্র শ্রদ্ধা বিগত এক বছর ধরে সাথে থাকায় , প্রতিটি পদক্ষেপে আত্মার সান্নিধ্য কে প্রেরণা দেবার জন্য , অনেক ধন্যবাদ শব্দের মিছিলের বর্ষপূর্তিতে আপনার সান্নিধ্যতা -- শুভেচ্ছা নিরন্তর ।।
ছাপানো ( মুদ্রণ )যাবে না তবে নিশ্চয়ই প্রকাশ করা যাবে । ফেসবুক বা যে কোন অন লাইন থেকেই আপনি উপস্থিতি থেকে লেখা পাঠাতে পারেন । চলতে পারেন শব্দের মিছিলে ।
আগেও একবার বলেছিলাম সম্ভবত শিব শঙ্কর বাবুর সম্পাদকীয়তে । আবারো বলছি, আমি আশাবাদী ছিলাম ব্লগটি ক্রমশ উচ্চতরে পৌঁছে যাবে একদিন । একটি ফ্রি সাইট ব্যাবহার করে কতটা জনপ্রিয় করে তোলা যায় - দেখতে পেলাম শব্দের মিছিলের কারিগরি দক্ষতায় । প্রানবন্ত এবং সাবলীল ব্লগটি অচিরেই আরও দূর বিস্তৃত হবে - কোন সন্দেহ নেই ।
পাশাপাশি - মূল ভাবনার সঙ্গে সঙ্গতে বিভিন্ন লেখা অধিক গুরুত্ব বহন করে চলেছে । সল্প পরিসরে প্রতিটি বিভাগ যেন কথা বলে ।
ব্লগের প্রতিটি সংখ্যায় আপনার উপস্থিতি আমাদের অনুপ্রেরনা যোগায় । নিজেদের সাধ্যের মাঝে যতদূর যাওয়া যায় আমরা যাবো ঠিক ততদুর' ই ।
সাহিত্যি মুখী এই মিছিল আপনাদের সকলের সক্রিয় উপস্থিতিতেই আজ আরও উজ্জ্বল । ঠিক বলেছেন - আমাদের সন্মানিয় সকল লেখক / লেখিকাদের প্রকাশিত লেখা - ব্লগ টিকে প্রানবন্ত করে তুলেছে ।
ভালো লাগাল
উত্তরমুছুনঅসংখ্য ধন্যবাদ আপনাকে।
মুছুনপৃথাদির কলমে সুন্দর ভাবে ফুটে উঠেছে এবারের সম্পাদকীয়। খুব ভাল লাগলো। কবিগুরুর ১৫২ তম জন্মদিনে সফল প্রয়াসকে সাধুবাদ জানাই। এবারের ব্লগটিও অসাধারন হয়েছে। তাই ধন্যবাদ প্রাপ্য কবি প্রিয়দীপেরও। শব্দের মিছিলে আমরাও পা মেলাতে পেরে নিজেদের ধন্য মনে করছি।
উত্তরমুছুনপর্ণা, এমন একটি সংখ্যার সাথে যুক্ত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। অনেক ধন্যবাদ তোমাকে এই সামান্য কিছু কথা ভালো লেগেছে বলে।
মুছুনঅনেক ধন্যবাদ ও বিনম্র শ্রদ্ধা বিগত এক বছর ধরে সাথে থাকায় , প্রতিটি পদক্ষেপে আত্মার সান্নিধ্য কে প্রেরণা দেবার জন্য , অনেক ধন্যবাদ শব্দের মিছিলের বর্ষপূর্তিতে আপনার সান্নিধ্যতা -- শুভেচ্ছা নিরন্তর ।।
উত্তরমুছুনতোমাদেরও শুভেচ্ছা ও ধন্যবাদ আমাকে যুক্ত থাকার যোগ্য মনে করার জন্য।
মুছুনAsadharan Pritha... Keep it up... Aro notun kichu pete chai tomader theke
উত্তরমুছুনঅসংখ্য ধন্যবাদ, দাদা। পাশে থাকবেন ।
মুছুনভালো লাগল
উত্তরমুছুনঅসংখ্য ধন্যবাদ আপনাকে।
মুছুনএখানে কিভাবে লেখা ছাপানো যাবে ? ফেসবুকে না থাকলেও কি লেখা ছাপানো যায় ?
উত্তরমুছুনছাপানো ( মুদ্রণ )যাবে না তবে নিশ্চয়ই প্রকাশ করা যাবে । ফেসবুক বা যে কোন অন লাইন থেকেই আপনি উপস্থিতি থেকে লেখা পাঠাতে পারেন । চলতে পারেন শব্দের মিছিলে ।
মুছুনsundor ekta site . somoy niye pore nebo . vishon valo laga ekta blog.
উত্তরমুছুনআন্তরিক শুভেচ্ছা আপনাকে ।
মুছুনআগেও একবার বলেছিলাম সম্ভবত শিব শঙ্কর বাবুর সম্পাদকীয়তে । আবারো বলছি, আমি আশাবাদী ছিলাম ব্লগটি ক্রমশ উচ্চতরে পৌঁছে যাবে একদিন । একটি ফ্রি সাইট ব্যাবহার করে কতটা জনপ্রিয় করে তোলা যায় - দেখতে পেলাম শব্দের মিছিলের কারিগরি দক্ষতায় । প্রানবন্ত এবং সাবলীল ব্লগটি অচিরেই আরও দূর বিস্তৃত হবে - কোন সন্দেহ নেই ।
উত্তরমুছুনপাশাপাশি - মূল ভাবনার সঙ্গে সঙ্গতে বিভিন্ন লেখা অধিক গুরুত্ব বহন করে চলেছে । সল্প পরিসরে প্রতিটি বিভাগ যেন কথা বলে ।
ব্লগের প্রতিটি সংখ্যায় আপনার উপস্থিতি আমাদের অনুপ্রেরনা যোগায় । নিজেদের সাধ্যের মাঝে যতদূর যাওয়া যায় আমরা যাবো ঠিক ততদুর' ই ।
মুছুনসাহিত্যি মুখী এই মিছিল আপনাদের সকলের সক্রিয় উপস্থিতিতেই আজ আরও উজ্জ্বল । ঠিক বলেছেন - আমাদের সন্মানিয় সকল লেখক / লেখিকাদের প্রকাশিত লেখা - ব্লগ টিকে প্রানবন্ত করে তুলেছে ।
হার্দিক ধন্যবাদ আপনাকে । পাশে থাকুন এমন ভাবেই ।
সুচিন্তিত মতামত দিন