আসমা অধরা









এক রবির চরনে অর্পণ



এমনভাবেই ছুঁয়ে গেলে তুমি জীবন,
আমার চোখে চিরচেনা সূর্যকে সরিয়ে
সেখানে তুমি বড় বেশী উজ্জল ।
বারবার নিমেষরহিত রবি ভাবে বসে
কে এলে তুমি নিঃসূর্য নির্জন ?
বলেছি তাকে ডেকে...
তুমি, আমার চঞ্চলতায় স্থির তপোবন ।।
চারিদিকে আমার সৃজনের আঁধার,
দু'হাতে সরিয়ে ঐশী কুয়াশা
আমার আকাশ আলো করেছো রবি,
তাই আমি ঈশ্বরে তুষ্ট আজ; ভাবি-
না দিলে এক ব্রহ্মান্ড অন্ধকার
তোমাকে পাওয়া হতোনা আমার ;
তোমার নিবিড় চোখ , উপাচার ,
টেনে আনে নিহারিকায় প্রত্যুষ হাজার !
আজ নেই, নেই সময় জন্মান্তরে ভাবার,
এ জন্ম শেষে ফের আর জনমে
তোমায় না পাই যদি আবার ?


মিরপুর , ঢাকা ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.