.jpg)
পান্তা
আমি তোমায় দেখেছি মাগো
সন্তান গুলিরে দিয়েছ মুখে তুলে;
তোমার হাতের শেষ নলাটি ।
তার পর ও তুমি হেসে বলেছ
তোদের খাওয়া দেখে
আমি তৃপ্ত হলাম!
তোমার ক্ষুধা তোমার রয়েগেছে ।
পাতিলের তলানিতে চারটি ভাত
আর পুরো পাতিল ভরতি পানি
তাকে বলতে পানতা ভাত ।
মাগো তোমার সন্তানরা
বিদ্ধান ও অর্থশালী হয়েছে ।
ক্যাবল নেই তুমি !!
তোমার সন্তানরা মনে রেখেছে
বেশি বেশি মরিচ পোড়া পানি
মজা লাগে ;
সেই পানি ঢক ঢক করে
পান করতো তারা
হয়ে যেত খাওয়া।
ঐ পানির ভাতটুকু ও রাখতে না
নিজের জন্য ।
ক্যামন করে এতো কষ্ট করেছো
মা। মা- মাগো !!!!
সমাজে থাকতে হলে অনেক কিছু করতে হয়
গো মা !!!
তোমার সন্তানেরা পানতার বহুল প্রচলন দেখে
ক্যাবলই চোখের জলে ভাসায় নিজেকে।
এই পানতায়
মাগো তোমার পানি ভাতের সাধ নেই।"
ঢাকা ।
সুচিন্তিত মতামত দিন