
মেয়েবেলা: কোলাজে রবীন্দ্রনাথ
একটাই জীবন, একবারই বেড়ে ওঠা।
কুঁড়ি থেকে ফুল, সব সাদামাটা।
(“নিত্য তোমার যে ফুল ফোটে ফুলবনে….”)
গুনগুন গান, ফ্রক থেকে শাড়ী,
প্রেমের প্রথম চিঠি,ভাব আর আড়ি,
(“তুমি ডাক দিয়েছ কোন সকালে …”)
রান্নাবাটি, পুতুল, স্মৃতির তুলি-টান,
ফিরে ফিরে দেখা,সাবেকি পিছুটান।
(“পুরানো সেই দিনের কথা …”)
বুক ভরা কথা,লজ্জার ঢেউ ভাঙ্গা,
আধো ঈশারায় গাল দুটি রাঙ্গা।
(“যে ছিল আমার স্বপনচারিনী …”)
আলোমতি মেয়ে কি অবুঝ হায়,
চুম্বনঘোর চুম্বক হয়ে ভালোবাসা চায়,
(“তুমি সন্ধ্যার মেঘমালা…”)
আরো সুখ, আরো বেশীর আকাঙ্খায়,
দেহের ওম ভরিয়ে রোম,অধীর প্রতীক্ষায়।
(“সখী, ভালোবাসা কারে কয় …”)
মিছামিছি মান,হাতে-হাত ধরা,
রবি থেকে শনি,সময়কে তাড়া।
(“আমার বেলা যে যায়, সাঁঝবেলাতে…”)
চোখ তুলে চাওয়া,সব ভুলে যাওয়া,
ফুল হয়ে ফোটা, ফুটে ঝরে যাওয়া।
(“তুমি কোন কাননের ফুল…”)
তিরতির কাঁপা,অপেক্ষায় থাকা,
একটাই জীবন,সময়টা মাপা।
(“আমার রাত পোহাল…”)
কলকাতা ।
রবিঠাকুরের গানের সাথে কবিতার কারিকুরি বেশ লাগলো -- সামঞ্জ্যস আছে ।
উত্তরমুছুনঅসংখ্য ধন্যবাদ বন্ধু।
উত্তরমুছুনবেশ তো:-):-):-)
উত্তরমুছুনসুন্দর সাজিয়েছেন শব্দের মাঝে গানের ভাবে ।
উত্তরমুছুনসুচিন্তিত মতামত দিন