নীল আর সবুজে যুবতী-জ্যোত্স্না
গলে যায় যুবতী-জ্যোত্স্না হাতে আসা হাতের বাঁধনে।
... সুগভীর বনাঞ্চল কিংবা সবুজ
মৃত্তিকা পৌঁছে যেতে চায় ছুঁয়ে ছুঁয়ে, যা কিছু
স্পর্শের অতীত।
অন্ধকারের মতো কুটিল তৃষ্ণা লাফায়
গলে পড়া যুবতী-জ্যোত্স্নায়।
আবর্তনে তীব্র আলোর বন্যায় স্নিগ্ধ হয়
মাটি।
মৃত্যু মৃত্যু খেলা শেষে, হাতের বাঁধন
খুলে উঠে আসে চায়ের পেয়ালা।
জ্যোৎস্নায় দুলে ওঠা নীলনদী আর বৌ-মাছি--
দেখো, একা উড়ে যায়!
বরিশাল ।
onek sundor
উত্তরমুছুনসময় ভ্রমণ শেষে তোমাকেও যেতে হবে একা, শুধু একা। সামান্য পঙক্তিগুলো প্রসন্ন ইতিহাস হবে তোমার- আমার।
উত্তরমুছুনসুচিন্তিত মতামত দিন