
দুঃখ বিলাসী প্রেম-
এক মুঠো দুঃখকে হাতে তুলে নেবো
মুক্তের মালার মতন গাঁথবো তাকে –সুনিপুণ ভাবে
ঢেউ গুলো বালি মেখে আমার সাথে রৌদ্র স্নান যেমন সাড়ে তেমন সাড়ে জ্যোৎস্না স্নান
কলকল্ললিনি হয়ে হাসে ভাসে নিজের উদ্দ্যামে
আমি দুঃখ গুলোকে পরোখ করে দেখি
আয় না একটু খেলি দুজন মিলে সেই নন্দনকাননে –মেঘ আর চাঁদ হয়ে
শুধু চোখ শক্ত করে চেপে বন্ধ করে রাখিস-
এসে তাড়াতাড়ি দাঁড়াস সমুদ্র তটের কিনারায় –ছেড়ে দেব দুঃখ গুলো কে তোর আঁচল ধোয়া জলে
মালা গাঁথা হোক বা নাই হোক –আমি খেলা খেলবো ওই নন্দনকাকনে তোর বুকে মাথা রেখে
আমার যাত্রা শুরু না শেষ ?
মৃত সময় আর কথা এসে থেমে যায় আমার শুষ্ক জিভায়
একবার তোর বক্ষ মাঝে স্থান করে দে – যেখানে নিস্তব্ধতা নিশ্চিন্তে দুঃখকে সাথী করে
তোর ভালোবাসার ওম জড়িয়ে বালি চাপা দিয়ে ঘুমোবে...।।
কলকাতা ।
সুচিন্তিত মতামত দিন