
আমার কবি বিশ্বকবি
হে কবি তুমি বরেণ্য সারা বিশ্বে
তুমি আছ সবার নিস্বাসে মিশে
তুমি মোদের সুখ-দুখের সাথী
তোমায় মগ্ন যে দিবারাত্রি
সে খুঁজে পায় শান্তির ভাণ্ডার
তুমি যার কান্ডারী তার কি চিন্তা আর
তুমি পূজ্য সব বিদ্যালয়ে
সুর সাজে গলায় তোমার লয়ে
সুরুতে তুমি, তুমিই শেষ
তুমি ছড়িয়ে আছ দেশ বিদেশ
হে বিশ্বকবি, থেকো সদা হ্রিদয়াসনে
তোমার আশিস পায় যেন জনে জনে ।
কলকাতা ।
ভালো লাগলো -
উত্তরমুছুনসুচিন্তিত মতামত দিন