
চল্লিশবছর পর কিংবা নতুন জন্মের আগে
নিদ্রামগ্ন পাথরের বুক কেঁপে উঠে
হঠাৎ চল্লিশবছর পর,
যেবুকে প্রাণ ছিলো কোন এককালে
সেবুক কাঁপবেই প্রেমের সঠিক
আহ্বানে।
অন্তরাত্মায় উঠেছে ঝড়,
জোৎস্নারা সব
লুকিয়ে পড়েছে শরীরের ভাঁজে
চল্লিশবছর পর বাজছে গান-
আজ জোৎস্নারাতে সবাই গেছে বনে...
রাজশাহী ।
সুচিন্তিত মতামত দিন