অংকন নন্দী









নকশীগাঁথা



মনে কর একজোড়া ঘুম ঢুলুঢুলু চোখ,
ছোট্ট ক’টা আঙ্গুলে জড়ানো তোমার-
ক’গাছি এলোমেলো চুল,
ছোট্ট তুলতুলে মুখখানি লুকিয়ে তোমার-
আঁচলের ফাঁক গলে
বুকের কাছাকাছি;
তার তপ্ত নিঃশ্বাস যেন যাচ্ছে ছুঁয়ে তোমার হৃদয়,
কখনো আচানক হাই, আর
জড়িয়ে ধরা তোমায় আরো খানিক সজোরে;
যেন সেটাই সেই ছোট্ট প্রানের বুঝে নেয়া-
দুনিয়ার দখল ।।
মনে কর আড়মোড়া ভেঙ্গে তার প্রথম কান্নার অ্যালার্মে-
তোমার জেগে ওঠা সকাল,
জানালা গলে আসা একমুঠো রোদে-
মেলে দেয়া তোমার হাতে
কোমল লতানো আরো একটা-
আদরকণা ছোট্ট হাত,
যে হাত খুঁজে নেয় সবটুকু নির্ভরতা-
তোমার হাতের কড়ে ।।
মনে কর অপক্ক একজোড়া পা,
সইতে অক্ষম এখনো নিজের শরীরের ভার;
হাঁটুর ভরসায় ঘুরে বেড়ানো যেন তার-
বুঝে নেয়া সবটুকু দখলদারিত্ব বুঝি-
তোমার আমার স্বপ্নসংসারের;
যেন আমাদের ওই সাজানো পৃথিবীর-
সবটুকুই এখন তার!
হামাগুড়িতে যেন বিশ্ব জেতা তার,
আর তার ছোট্ট দুটো চোখের ক্যানভাসে-
জোড়া তুলিতে আঁকা- তোমার আমার একছবি;
আদর ঠোঁটের আলতো ছোঁয়ার লোভে-
তোমার আমার অকারণ মারামারি,
তার আধোবোল অর্থহীন ধ্বণি গুছিয়ে,
মা কিবা বাবা ডাক বানানোর ছলে-
দুজনের যত অকারণ অভিমান;
অভিমান-আবেগ আর বিশ্বাসে গড়া,
যেন তিনটি প্রাণের নকশীকাঁথা ।।
টোপই দিলাম!

স্বেচ্ছায় কি গিলবে না বল- এই সুবেলায়, স্বচ্ছন্দ প্রয়াসে ।।


চট্টগ্রাম ।

একটি মন্তব্য পোস্ট করুন

3 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

সুচিন্তিত মতামত দিন