
স্মরণেঃ রাজপূত্র
একটু ধ্রুপদী অস্পষ্টতা থাকুক
মানুষটি দেখতে কেমন ছিলেন
তিনিও কি ছিলেন তোমার আমার মত সাধারণ ?
আমি সেই মহাবীরের কথা বলছি
যিনি একশত চৌদ্দ বছর আগে
পা রেখেছিলেন এই জমিনে,
অতঃপর মিশে গেছেন মানুষের অন্তরে
ছুঁয়ে দেখেছেন অভাবের তীব্র সীমা
ভালবেসে উপাধী নিয়েছেন দুখু মিয়া ।
আমি সেই রাজপূত্রের কথাই বলছি
যিনি সাম্যবাদের প্রদীপ জ্বালিয়েছেন মননে ,
মানবতার গান গেয়ে করেছেন কারাবরণ
সয়েছেন নিন্দুকের গজ্ঞনা ।
গেয়েছেন প্রেমের গান
দিয়েছেন দেশপ্রেমের শিক্ষা ,
ধর্মকে ব্যবহার করেছেন মানবতার স্বার্থে
আর শিখিয়েছেন মানব প্রেমের মন্ত্র ।
ধ্রুপদী অস্পষ্টতা থাকুক সেই রাজপূত্রকে ঘীরে
তিনি দেখতে কেমন ছিলেন ,
তিনিও কি ছিলেন আমাদের মত রক্ত মাংসের মানুষ ?
চট্টগ্রাম ।
KHUB VALO LAGLO
উত্তরমুছুনসুচিন্তিত মতামত দিন