এম আর ফারজানা








আলোর পথ
(শ্রদ্ধাঞ্জলি কবি গুরু কে )





আমার জীর্ন কাব্য, ক্ষুদ্র জ্ঞানের পরিসরে
চেয়েছি লিখতে কিছু আমার মত করে ।
যে আলোর ছায়া রেখে গেছো উদয়ের পথে
আঁধার ঘুচাবে জানি,মনের দৈন্যতা দূর হবে।
যে পথ দিয়ে আমি হেটে চলেছি,
সে পথের আলোর দিশারী গুরু তুমি ।
অজস্র বেদনায় শত বঞ্চনায় আমি রব সে পথে।
আসুক যতই ঝড়, জানি সব থেমে যাবে
যখন তোমার ছোঁয়া পাব আলোর বর্ষ হতে ।
আমার বিশ্বাস আমার ধ্যন,আমার জ্ঞানে
যে ছড়ায়েছে আলো মনের মধ্যে খানে ।
সে কেউ নয়, সে কবি গুরু তুমি
তোমার আলোর বর্ষের ছোঁয়া পাই আমি।


 নিউজার্সি (USA)থেকে.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.