সালাহউদ্দিন আহমেদ সালমান








ভরাক্রান্ত মফস্বল পাড়া




আমাদের খবর কেউ নেয়না
আসেনা কোন পথভ্রান্ত রানার জরাজীর্ণ পল্লীর বিলুপ্ত রথে
হতদারিদ্রে পোড় খাওয়া ধৈর্যশীল সস্তা জীবনের
সারল্য শোকগাঁথা অটল হিমালয় পর্বত
শিল্পকর্মে স্বপ্ননীড় উদ্যানে চাপ চাপ রক্তের নীল নিনাদ
সংবাদ মিডিয়ার সাংবাদিকরা তুলে ধরেনা
আসেনা ডিজিটাল চ্যানেলের কোন বার্তাবাহক
যেন অতি অনাদৃত চন্ডাল অস্পৃশ্য ধুম্রালোক।
শিশু বাংলার জন্মকাল থেকে
যৌবন বাংলার প্রবহমান কালের স্রোতে
অসঙ্গত হাতের দোর্দাণ্ড বিনাশী প্রলয়ে
বারংবার হামাগুড়ি দিয়ে কাঁদে সর্বহারা
স্বদেশে আগুন্তক আমার এই ভরাক্রান্ত মফস্বল পাড়া।
দুর্ভেদ্য চাঁদের দেশ দূষিত বায়ুজলের অতলান্ত সমুদ্রে
হিরোশিমা থেকে প্লেস্টাইন ইন্দোনিশিয়া ভিয়েতনাম য়ুগশ্লোভিয়া
ধ্বংসযজ্ঞে তীর্থভূমি বাগদাদ ব্যাবিলন
দগ্ধট্রয়ের কাহানী ইতিহাস তারা লিখে
অথচ বাংলার এ চঁন্দ্রভুক চান্দের চরে
কোন ফটো সাংবাদিক আসেনা স্কন্ধে ক্যামেরা ঝুলিয়ে
লিখেনা দু'কলম মঙ্গাপীড়নে বিধ্বস্ত মানবেতর জীবন নিয়ে।
ভুলরমণীর ফুল নিয়ে কুলহারা বাংলাদেশ
যোজনদূরবর্তী প্রেসিডেন্ট পালিত কুকুর সংক্রান্ত
গঠনার সচিত্র ফিচার নিয়ে তৎপর মিডিয়া
অথচ জবরদখলে পঞ্চায়েতের কাছে প্রতারিত জায়দা
ন্যায্য অধিকার বঞ্চিত আমজনতার বুকফাটা কথা
বায়ুভুক অর্ধাহারী হাবিয়া দোজখের অগ্নিৎপাতের সংসার
সুরুজমিয়ার দৃষ্টিপ্রতিবন্ধী ছেলে মেয়ের উপশমান্বেষে
লিখেনা কোন মিডিয়ার প্রতিবেদক একটি পঙক্তিমালা।
রাজভুক অর্থলোলুপ স্বার্থবাজ মিডিয়ার কর্মশালা
নষ্ট নিলাজ রাজনীতির বাজকথায় মন্ত্রী নেতা পাতিনেতা
কিনে নিয়েছে টিভিস্কিন পত্রিকার পাতা,বিজ্ঞাপন দাতা।
পল্লীকবি জসিমউদ্দিনের নঁকশি কঁথার মাঠ
জীবনানন্দের রূপসী বাংলা;এখন শুধু কথার কথা।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.