
আমি বিদ্রোহী হতে চেয়েছি
{ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম বার্ষিকীতে উৎসর্গিত }
আমি নজরুল হতে চায়নি, আমি বিদ্রোহী হতে চেয়েছি,
আমি ভালবাসি তাঁর কবিতার বাণী, কবিতায় তাঁকে পেয়েছি।
আমি পেয়েছি কবিতা ছন্দ,
আমি পেয়েছি কবির কবিতা চরণ, তাতে আজ আমি অন্ধ।
আমি সুরেলা সুরের বাঁশিতে,
আমি দেখেছি বাজাতে, দেখেছি হাসাতে, দেখেছি অট্ট হাসিতে।
আমি দেখেছি কখনো ঝাঁকড়া চুলের বাবরী দুলানো কবিকে,
আমি দেখেছি আমার সুপুরুষ সেই আলোকিত করা রবিকে।
আমি নজরুল হতে চায়নি, আমি বিদ্রোহী হতে চেয়েছি,
আমি ভালবাসি তাঁর কবিতার বাণী, কবিতায় তাঁকে পেয়েছি।
আমি ধুমকেতু,আমি সৌরজগত, মহাকাশে উড়ে চলেছি,
আমি শাসন শোষণ, শোষকেরে আজ দুই পায়ে পিষে দলেছি,
আমি কবির মতই যাহা পাই করি চূর্ণ,
আমার ভেতর কবির কবিতা, ছন্দের পরিপূর্ণ।
আমি কবিতা ছন্দে তালি দিয়া নাচি তেরে কেটে তাক ধিনতা,
আমি চির চঞ্চল, করি কোলাহল, করি কেন এতো চিন্তা ?
আমি কবির মতই নিয়ম মানিনা,অনিয়ম করে মরছি,
প্রতি পদে-পদে বিপদে আপদে তবু আমি বাজি ধরছি।
আমি বিদ্রোহী তাই বিদ্রোহ বুকে ধরাতে দিয়েছি লম্ফ,
আমি কখনো শান্ত, কখনো অশান্ত মহা মাত্রার কম্প।
আমি সুর দিয়ে গাই গণজীবনের গান,
তাই আমি করি বিশ্ব ব্যাপিয়া বিদ্রোহ আহবান।
বিদ্রোহ শুধু বিদ্রোহ আজ কন্ঠে-কন্ঠ দিয়েছি,
নজরুল হতে চায়নি আমি, বিদ্রোহী হতে চেয়েছি,
ভালবাসি তাঁর কবিতার বাণী, কবিতায় তাঁকে পেয়েছি।
বাংলাদেশ ।
সুচিন্তিত মতামত দিন