
আজি হতে শত বর্ষ আগে
সেকাল একাল দু’কালের মাঝে বহু যুগ গেছে চলে
শত বর্ষের সীমানা পেরিয়ে কালের অতল তলে।
অনেক স্রষ্টা হয়ে গেছে গত সৃষ্টি রয়েছে পড়ে,
সৃষ্টির সাথে সৃষ্টাকে স্মরি পরম শ্রদ্ধা ভরে।
কবি গুরু নাই রয়েছে তার কাব্য কবিতা গান,
কালের চাহিদা করেছে যে তাকে মহা গৌরব দান।
কাব্যজগতে মহাসম্পদ রেখে তিনি গেছেন চলে,
তার সৃষ্টি যুগের দাবীতে টিকে আছে ধরাতলে।
শত বর্ষের আগের মতো শত বর্ষ পরে,
নন্দিত তিনি বন্দিত তিনি বিশ্বের ঘরে ঘরে।
এখনো মনের গভীরে তাকে আমরা স্মরণ করি,
কাব্য সাগরে পাল তুলে চলে তার সে সোনার তরী।
দক্ষিন দ্বার খুলে দিয়ে আজো বসি বাতায়ন পাশে
তার সে কাব্যসাগর সলিলে পাঠক হৃদয় ভাসে।
পুরাতন কবি নতুনের মত আজো অনুভবে জাগে,
যেমন জেগেছে আজি হতে সেই শত বরর্ষের আগে।
সুচিন্তিত মতামত দিন