আহমেদ মুনীর









।। জয়তু প্রজন্ম।।



.
রবীন্দ্রনাথ নজরুল মাইকেল আবদুল হাকিমদের
কণ্ঠস্বরে দৃঢ় শপথ সুউচ্চ উচ্চারণ
অজানা অগণিত সহস্র অযুত বছর
জেগে থাকা মনুষ্যত্ব চেয়ে দেখে
প্রজন্মের উন্মেষ উচ্ছ্বাস ।।
জননীর চির সবুজ আঁচল
আদর চুম্বন ভালোবাসা অশ্রুজল
আর হিগস বোসন অতি-পারমানবিক
ক্ষুদ্রাতিক্ষুদ্রতম ন্যানো কণিকা
সুপারনোভার নবজাগরণ-
উপদ্রুত ঘূর্ণি ঘোলাজলে
বর্ণমালার অখন্ড সন্তরণ
বিগ্রহ বিদ্রোহ মহা-বিস্ফোরণ
হিমোগ্লোবিন কণিকার স্রোতে ভাসে
জনপদ জনতা রক্তকরবী রক্তজবা
রোধীর স্রোতে আকাশগঙ্গা
বাহান্ন থেকে ঊনসত্তর একাত্তর
রেসকোর্স থেকে শাহাবাগ
সারা বাংলাদেশে মহাবিশ্বে সর্বব্যাপী
মহানুভবে স্ববশ উচ্চকণ্ঠ
চিরকালীন চির-তরূণ চির-আধুনিক
সত্য ও সুন্দর রৌদ্রোজ্জ্বল রৌদ্রস্নান
প্রজন্মের উন্মেষ উচ্ছ্বাস ।।
প্রজন্মের হাতে আজ সত্য ধ্বজা সত্য ভাষা
প্রজন্মই আজ সত্য বাহক সত্য সৈনিক
সত্য মানুষ পথ প্রদর্শক অসত্যের ঘাতক
অধর্মের হন্তারক
সভ্যতার নিশ্চিত উত্থান ঊদ্দীপন
মানবাত্মার নির্ভার জয়ধ্বনি জয়গান ।।
সভ্যতার আলোকিত নিরঙ্কুশ উড্ডয়নে
ছুটেছে দামাল দুরন্ত প্রজন্ম
স্বাধিকার স্বাধীনতা সুশাসন
ন্যায় বিচার নিশ্চিন্তে উজ্জীবিত
আকাঙ্খায় অসত্য অধর্মের সুনিশ্চিত হনন
দাবানল দাবদাহে বিবর্ণ জ্বলৎ অধর্ম অসত্য
শ্বাপদ হায়েনা ভন্ড ধর্ম ব্যবসায়ী
জয়তু নন্দন জয়তু প্রজন্ম।।

ঢাকা ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.