
চির বিদ্রোহী
(নজরুল স্মরণে)
চির বিদ্রোহী যুগ থেকে যুগান্তর
তোমায় রেখেছে চেতনার আলাপন,
স্রষ্টা -তোমার আহ্বানে মন পানসী
ভেসে যায় চৈতী হাওয়ায়।
গভীর থেকে আনমনা বাঁশরী ধ্বনি
ব্যকুল হয়ে উঠলে, জানি তুমি আছো।
শোন কবি -আজও বিভেদ খোঁজে
বাহারি লোক, প্রতি রক্তকনায়।
জাতের নামের ঘূর্ণি ঝাপট
অহর্নিশ সংকেত বয়ে আনে,
নিরপরাধ নিস্প্রান দেহ দ্রবীভূত
মন্দির, মসজিদ প্রাংগণে।
সৃষ্টির উল্লাস ব্যাথাতুর বুকে এঁকে নেয় রণক্লান্তি।
তোমার সুরের লালিত্য শাওন রাতের
বারিধারা হয়ে প্রতি প্রান হয়ে উঠবে উজ্জ্বল।
আর দু:স্বপ্ন ডানা মেনে হারাবে একদিন -
অপেক্ষায় কৃষ্ণ গহ্বর।।
কলকাতা ।
প্রানবন্ত লেখা -
উত্তরমুছুনসুচিন্তিত মতামত দিন