
প্রতিবিম্ব
কোথাও কি মিল ছিল ? অন্যথায় -
এত সুস্পষ্ট প্রত্যহের দিনলিপি ।
দীর্ঘকাল পথ না হেঁটেও অজানা কত কি - শীতের আগুনে !
অথবা ,
দু'লাইন চিঠির মতো ছোট একটা ঘরে ?
কুয়াশায় ঠিক দেখা যায় না। অনুভব করা যায় খুব কাছে ,
এত কাছে, হয়তো ছুঁতে পারি আমি- তোমায় ।
কবিতাকে মন্ত্র করে আর কি বা বলবো -
বলাটাই কি খুব সহজ ?
শুধু বিষাদ গভীর হয় বুকের ভিতর।
প্রানপনে বাতাস চাইছি, বাতাস খুঁজছি আনমনে
বুকের ভিতর পাথর জমছে - নিরাসনে -
কোথাও কি মিল ছিল ?
কলকাতা ।
sundor likhechen .
উত্তরমুছুনলেখিকার ভাবনা অতি পরিণীত । ছোট আকারে গভীর ভাবে বলে চলা আত্মব্যাথা ।
উত্তরমুছুনসুচিন্তিত মতামত দিন