
বসুন্ধরা -
জলজ গর্ভে - উদ্বিগ্ন শ্বাস প্রশ্বাসে’
শীর্ষাসনে উপবিষ্ট ,
ঐকান্তিক নিষ্ঠার কথা – জানে জননী ।
জানে , যেভাবে গাছের পাতারা -
জ্যোৎস্নার জলজ প্রতিবিম্ব থেকে পেন্ডুলামের মতো
দোদুল্যমান বাদুরের প্রসবিত উল্লাস ।
জানে বসুন্ধরা – গর্ভের নয় মাসে
রক্তাক্ত বাহান্ন – একাত্তুরের
বিস্তীর্ন ক্ষতের দিগন্ত ...।
আর জানে , প্রজন্ম শাহবাগ -
রূপকথা’য় নয় , নয় উগ্র মৌলবাদে ।
আত্মকথায় , চেতনায়, প্রেরণায় - শস্য শ্যামলায় চির সবুজে।
উত্তরবঙ্গ । ভারত ।
বেশ বলিষ্ঠ প্রকাশ...
উত্তরমুছুনহার্দিক শুভেচ্ছা , ভাবনার সাথে থাকায় ।
মুছুনঅনবদ্য! বলিষ্ঠ লেখার মধ্যে দিয়ে প্রজন্ম চেতনার আত্মা প্রস্ফূটিত!
উত্তরমুছুনঅনুপ্রাণিত হলাম দাদা ।
মুছুনশাহবাগ আমাদের আবারো পুনঃজীবিত করেছে - যার মূল মন্ত্র চেতনায় প্রেরণায় । আপনার লেখায় প্রসবের উপস্থাপনা অবাক করে , করে স্পর্শ । সুখে থাক আমাদের পড়শি - আমাদের বাংলাদেশ ।
উত্তরমুছুনঅস্থিরতার মধ্য দিয়ে প্রবাহ মান বাংলাদেশ । সেই নিয়েই কিছু তাগিদ অক্ষরের আল্পনায় -- হুম আপনার সুরেই বলি সুখে থাক বাংলাদেশ ।
মুছুনdarun lekhen apni Priodip
উত্তরমুছুনসার্বিক প্রচেস্টা আপনাদের পরম আন্তরিকতায় ---
মুছুনভাল লিখেছেন দাদা
উত্তরমুছুনআন্তরিক ধন্যবাদ ।
মুছুনপরের সংকলন কবে বের হবে প্রিয়দীপ ----- ?
উত্তরমুছুনআজকেই প্রকাশ হল ২৪ তম সঙ্কলন । সাদর আমন্ত্রন শব্দের মিছিলে পুনঃবার ।
মুছুনসুচিন্তিত মতামত দিন