
প্রতীক্ষার অপমৃত্যু
বলেছিলে অপেক্ষার আরেক নাম সাত রং,
এই রং চৌহদ্দির বন্দী দশা কতো কি
অনায়াসেই বলে যায়,
আর আমি আনমনে
প্রতি টুকরো তে তোমার মায়া সাজাই-
শেষ পার করার ইচ্ছায়,
যে ইচ্ছাতেই কুমারী মা সন্তান বুকে রাখার আশা রাখে,
সন্তান হারা মা বাবা ভুল নক্ষত্রে নির্ভুলভাবে
আঙ্গুল বুলিয়ে দেয়, তারাও তো জানেনা
অপেক্ষার উল্টো পিঠে ইচ্ছা গুলোর
অকালমৃত্যুর চুপ চলন ,
তুমি বোঝনি - তোমার লজ্জাকাজল নদী জলে
পা ছোঁয়ালে ঘেরাটোপ ভেসে যায় জোয়ারে,
অতল কালো- ঝরা পাতায় নিজেকে রাখলে
মৃদু মৃদু পুড়ে যাই অস্ফুট কান্নায়,
এসো, অন্তত একবার জানো অপেক্ষার
অপর মানে।।
কলকাতা ।
Valo galo.
উত্তরমুছুনসুচিন্তিত মতামত দিন