অংকন নন্দী








পুনঃরুত্থান




একটা কলম চাই-
সৃষ্টি সুখের উল্লাসে মেতে…..
চাই এর তীক্ষ্মধার ফলায় ছিঁড়ে-খুঁড়ে একাকার করতে-
এই ঘুণে ধরা-মরচে পড়া সমাজ,
শোষণ আর নষ্ট রাজনৈতিক ভ্রূণ….
যা আজ দুর্নীতি আর স্বেচ্ছাচারিতার সম্মিলিত আস্ফালনে রত;
রক্তাক্ত-ক্ষতবিক্ষত করতে চাই….
তার অহমিকাস্ফীত বক্ষ ।।

চাই আরেকটি বিষের বাঁশী,
আরেকটি অগ্নিবীণা…..
আর তার সর্বনাশী সুরে করতে চাই-
এ সমাজকে বর্ণান্ধ-কুহেলিকা হতে অবমুক্ত;
চাই প্রলয়শিখা…..
যার উদ্দীপ্ত-বহ্নিতাপে আরেকবার-
দুর্দম স্লোগানমুখর করতে চাই…..
প্রতিটি অলিগলি-রাজপথ;
আরেকবার ওই লৌহকপাট ভেঙ্গে…..
রাজদন্ডকে করতে চাই অন্ধকারের অভিশাপমুক্ত;
মেটাতে চাই মুত্যুক্ষুধা……. ।।

এক পতাকা তলে চাই আজ,
প্রতিটি কুসুমপ্রাণ তরুণ-যুবা…..
দুর্গম-গিরি….কান্তার-মরু
পাড়ি দিতে চাই আরেকবার;
এই অরুণ প্রাতের তরুণ দলের পদতলে-
আরেকটিবার মরণাঘাতে…..
যত দুর্বিনীত….উদ্ধত….উৎপীরন-হোতা শিরগুলো গুঁড়িয়ে,
এ স্বদেশ,সমাজকে করতে চাই পারিজাতশোভিত নন্দনকানন ।।

আজ চাই একটি বার-
সেই ঝাঁকড়া চুলের বাবরি দোলানো মহান পুরুষ…..
আর চাই পুনঃ-একবার তার বিদ্রোহী শিকলভাঙ্গা কলমখানি….. ।।

চট্টগ্রাম ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.