
আমার স্বপ্ন-কবি রবিঠাকুর
আমার স্বপ্নের রবিঠাকুর তোমাকে ভুলিনি আজও
ভুলবো না কোনদিন আজীবন
সেই ছোটবেলা হাতে খড়ি থেকে শুরু
তোমাকে একটু একটু করে জানা
তোমার কবিতায় ছন্দ শেখা
তোমাকে দেখেই ভালোবাসা কবিতা !
তোমার এতো কবিতা পড়েই মন চাই কিছু লিখতে
চাই মনের কথা উজাড় করে দিতে
তখন তোমার কথা মনে পড়ে সবার আগে
চেষ্টা করি নতুন কিছু লেখার... নতুন প্রচেষ্টা
থর থর কাঁপে হাত... সাথে কলমটাও !
অজান্তে স্মরণে আসো তুমি -
অন্তরালে থেকেও স্নেহস্পর্স রাখো মাথায়
সাদা পাতায় ফুটে ওঠে সুন্দর এক মনকথা
সেটাই নিবেদন করি তোমাকে
হে কবিগুরু ... লহ শত কোটি প্রনাম !
----------------------------------
(০৪.০৫.২০১৩) ---- পর্ণা। ©
দেরাদুন ।
খুব সুন্দর হয়েছ .
উত্তরমুছুনকাকু
খুব ভাল লাগলো কাকু, এখানে এসে কবিতা পড়ে মন্তব্য করার জন্য। :)
মুছুনDarun valo laglo
উত্তরমুছুনThakx a Lots Su... ekhane ese amar kobita pore comnts deoyar jonyo :)
মুছুনসুচিন্তিত মতামত দিন