
অথ রূপমতী কথা
রূপমতী, তোর রূপ ঢেকেছে নীলাম্বরী
কাজলা চোখের সর্বনাশী অহংকারী
দুখবিলাসী থাকবি কেন এ সংসারে
ও মেয়ে তোর সুখের সাথে কেন আড়ি।।
রূপমতী তোর রাত্রি-কথন লজ্জার নয়
খিদের কাছে সমাজ স্বজন সব অসহায়
আয় না সখী সুখ দিয়ে তোর দুঃখ ঢাকি
মেকি জগত মুখ লুকাবে লোকলজ্জায়।।
ও মেয়ে তোর সঙ্গী হব বাদলা দিনে
ও মেয়ে তোর স্বপ্নটাকে নেবই চিনে
অনেক দিনই একলা ছিলি ভাগ্যফেরে
আজ আয় না গল্প করি ঘরের কোনে।।
মনে কর এক চৈতী হাওয়া সঙ্গী হল
মন খারাপের দিনগুলোকে উড়িয়ে দিল
একা থাকার যন্ত্রণাটা ভুলিয়ে দিয়ে
ফুরিয়ে যাওয়া দিনগুলো সব বিদায় নিল।।
আয় না সখী শীতের দিনের ওমের মত
ভালবাসায় সারিয়ে তুলি মনের ক্ষত
সোনা রোদে পাখীর মত স্বাধীন হয়ে
যা ভুলে যা আঁধার রাতের স্মৃতি যত।।
অনেক দিনই কাটিয়েছিস তুই আঁধার পথে
আজকে না হয় বন্ধু হলি আমার সাথে
রোজনামচার লাঞ্ছনাটা শিকেয় তুলে।।
নতুন দিনের গল্প লিখি নতুন প্রাতে।।
কলকাতা ।
ছন্দের মিলে কবিতা বেশ জমে গেছে ।
উত্তরমুছুনsundor -
উত্তরমুছুনসুন্দর আহবান ।
উত্তরমুছুনসুচিন্তিত মতামত দিন