শামীম পারভেজ


























































আমার প্রিয় কবি কাজী নজরুল ইসলাম 






তুমি অংকুরিত হয়েছো
পশ্চিম বংগের চুরুলিয়ায়
তুমি ছিলে সুন্দর টবে
স্থানান্তরিত হয়েছো বাংলাদেশে
ময়মনসিংহে কুমিল্লায় ।

তুমি বন্ধুত্ব করেছিলে কালি ও কলমের সাথে
একেঁছিলে রঙ তুলিতে প্রকৃতির রঙ্গিন ছবি
গেয়েছিলে সাম্যের গান
সুর তুলেছিলে বাঁশিতে সুমধুর গান
যে গানে নেচে উঠে পাখিরা
যে গানে নেচে উঠে শিশু কিশোররা
যে গানে নেচে উঠে প্রতিটি হৃদয়ের কম্পন

তুমি ফুটিয়েছিলে ' ধুমকেতু '
ছিলে সাংবাদিক
লিখে যেতে সব নির্ভিক
তুমি ছিলে অন্যায়ের বিরুদ্ধে
ছিলে বিদ্রোহী
সেটাই হয়ে গেলো আজ উপাধি

তোমার করনেই নয়ন খুলতেই শিশুরা
গেয়ে উঠে তালে তালে তোমারই
' প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই......পাখা '
প্রেমিকরা জেগে উঠে , সাজে বর্নীল সাজে

তুমি ছিলে যোদ্ধা
ছিলে অভিনেতা
তুমি রেখে গেছো কতো শতো স্বপ্নের বাস্তবতা
হারিয়েছো বাকশক্তি শেষ মূহুর্তে
তুমি ছিলে, আছো, থাকবে বিশ্ব জুড়ে
ভাসবে আমরন হৃদয় সমুদ্রে ।

তুমি আছো চির নিদ্রায়
বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ প্রাঙ্গণে
আর যেতে দেবোনা
তুমি থাকবে মোদের সাথে যুগ যুগ ধরে ।


ঢাকা ।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.