
আমি ভুলে যাই তুমি বহু দূরে
তোমার পায়ের মৃদু আওয়াজ ভেবে বহুবার
ভুলে দরজার কপাট খুলেছি,
ভেবেছি,এইবুঝি তুমি এলে একগুচ্ছ রজনীগন্ধা হাতে।
আমি ভুলে যাই তুমি বহু দূরে,এখন আমার নও।
ভালোবাসার মুগ্ধতায় সুখস্বপ্নের যে নীড় গড়েছিলে
বিশ্বাস কর,তা এখনও স্থির হয়ে আছে।
চোখ বন্ধ করে কল্পনার ভিড়ে হারিয়ে যাই।
আমি ভুলে যাই তুমি বহু দূরে,এখন অনেক দূরে ।
সন্ধ্যার আবছায়ায় জোনাকিরা প্রণয় আলো জ্বালালে
তোমায় ভেবে ভাবনার মুগ্ধতায় ডুবে যাই।
উল্লাসে বয়ে যায় সুখবসন্তের সমীরণ।
আমি ভুলে যাই তুমি বহু দূরে,এখন অনেক দূরে ।
অভিমানী হৃদয়ে অনুরাগের নাচন দোলে উঠলে
ভাবি শুনতে পাও সেই সুর লহরী।
আনন্দের উষ্ণ ছোঁয়ায় ছুঁয়ে যায় মন।
আমি ভুলে যাই তুমি বহু দূরে,এখন আমার নও।
মার্কিন যুক্তরাষ্ট্র থেকে।
সুচিন্তিত মতামত দিন