
গুরু শিষ্য সংস্কৃতি
গুরু শিষ্য পরম্পরা মানে সংস্কৃতি
ভারত বর্ষে বেশ পুরনো
কার্যকারিতার প্রশ্নে তুলনারহিত
কিংবদন্তীও বটে!
বিষয়টি, বিশেষ ভাবে মান্য হয়
শাস্ত্র জ্ঞানের চর্চায়
কাব্যে কম;
তবে স্বেচ্ছায় যে জন
এ ধন, করেছে আত্মিকরন
পূর্বজ কবিদের কাব্যে করে বায়াত
সে, কাব্য বোধের প্রান্ত সীমায় রেখে গেছে
অভূতপূর্ব স্বতন্ত্র প্রতীতি;
ইতিহাস বলে গুরু শিষ্য সংস্কৃতি
কাব্যে, স্বেচ্ছা বায়াত ফলিয়েছে সম্পন্ন ফলন।
ঢাকা ।
সুচিন্তিত মতামত দিন