ফারহানা খানম









জলের তাণ্ডব




বুকের ভেতর তোলপাড় করে এক নদী
প্রবল উচ্ছ্বাস আর আক্রোশে একি জলের তাণ্ডব ?
হয়ত হলুদ পাতায় ছাওয়া মনভুমি ! আকণ্ঠ তৃষ্ণার সাগর
না বলা প্রেমের পদাবলী কিংবা
সন্ত্রাসী জ্যোৎস্না , পেলব আলোয় গ্রাস করে যখন সমগ্র পৃথিবী !
সে কি আদিম ঘ্রান! কৃষ্ণ রাতে বুনোঝোপ থেকে আসে। জোনাক আলোয়
একসাথে থাকা হাজার বছরের অজ্ঞাত ইতিহাস ।
না ভোরের আকাশে উড়ে যাওয়া শালিখ-যুগল
আনন্দ-আভাস !
তাণ্ডব মানে কি ? কিশোরীর কলাবতী মন, বিহ্বল দৃষ্টি !
অমিমাংসিত ভালোবাসার প্রগার চঞ্চলতা , সমুদ্র গর্জন ?
ঘর -গেরস্থালীর কথকথা ? আমি ঠিক জানিনা ।
ভুঁইফোড় আমি,
এসব আমার জানার কথা নয়
আমি শুধু জানি কি করে ঢেউ ভাঙে অমাবস্যার
ভরা জোয়ারের কালে
আমি জানি কি তাণ্ডবে ভাসায় উপকূল জল ,
জলের অভিঘাতে , তারপর তটভূমে রেখে যায়.
ধ্বংসের স্মৃতি চিহ্ন ।

ঢাকা ।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.