শামীম পারভেজ








আমার হৃদয়টাতে 




মায়ার জালে পড়লো ধরা
এমন একটা হৃদয়
ভালোবাসায় পূর্ন সেটা
হলো আমার জয় ।
যতন করে রাখছি তাকে
দিচ্ছি তাকে সুখটা
এই সুখেতে মিষ্টি হাসে
ভরে উঠে বুকটা।
যত বাধা বিপদ আসুক
ঝাপিয়ে পড়ি আমি
সব সমাধান শেষ হলে
তারপরেতে থামি ।
মায়ার চাদরে ঢেকে রাখি
গ্রীষ্ম বর্ষা শীতে
এই কারনেই থাকে সে
আমার হৃদয়টাতে ।

ঢাকা ।







একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.