শ্রীশুভ্র







পঁচিশে বৈশাখ নয়, নিত্য নন্দিনী!"





অন্ধকারের জালের ভিতর
যত বেদনা সঞ্চিত মৃত্যুবহ
চেতনার সংক্রমণ,
অবরুদ্ধ বন্ধ দরজায়
চূর্ণবিচূর্ণ প্রত্যাশার রঙে
ব্যর্থ বিপ্লবের ইস্তেহার লটকে
রাখে, হে কবি তত সূর্যস্নাত
অমলিন রক্তকরবী নিয়ে
খুঁজেছি নিত্য নন্দিনী!
ছদ্মহাসি আর গুপ্ত চক্রান্তের সূতিকাগৃহ! মর্মমূলে তাই
আর কোনো মন্ত্র অবশিষ্ট
নেই কবি! বিশ্বাসের মজ্জায়
ঘূণপোকার সংবর্ত বিব্রত করেছিল তোমারও নির্জন
 সৈকত একদিন!
সবটাই অনন্ত বিস্ময়ের
সকাল নয় কবি,
এ পৃথিবীর! হিংস্র রাতের শাসানি
তোমার অক্ষরে ক্ষতবিক্ষত
দিনলিপি লিখে যায় আমার!
হয়তো তারপর
সমস্ত সংগ্রামের ব্লুপ্রিন্ট
জলের দরে বিকোবে কালোবাজারে!
তবুও অমলিন রক্তকরবী নিয়ে খুঁজেছি নিত্য নন্দিনী!

বর্ধমান । 

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

সুচিন্তিত মতামত দিন