.jpg)
ইচ্ছামৃত্যু অবেলা
কিছু যেন হারিয়ে যাওয়া অকাল- নিষ্প্রাণ ভালোবাসা;
সেই প্রিয় প্রেম না পাওয়া আগের মত গভীর !
অনেক কষ্টেও খুঁজে পাইনা চেনা সেই গন্ধ,
অধীর অপেক্ষা প্রিয় ডাক আনচান মন;
উষ্ণ ঠোঁট খোঁজে প্রিয় চুম্বন গভীর আলিঙ্গন !
না জানি কত বিনিদ্র রাত তুমি-হীন হাহাকার;
অরুচি খাবার বিস্বাদ... শূন্যতা... একাকী !
রক্ত ঝরে টুপটাপ হৃদয় ভাঙ্গে চুপিচুপি,
কান্না আসে না আর শুকনো চোখ ঝাপসা অপলক ;
অসাড় শরীর ক্রমশ ম্রিয়মাণ নির্জীব ধুকপুক !
সময় হরণ অকারন ফোন ব্যস্ত আত্মগোপন;
অনুভব, ছেড়ে যেতে চাও এইভাবে- অবহেলায় !
ভুলে যাও প্রমিস... সময় বয়ে যায় আপন মনে
স্মরণীয় থাকে না আর গভীর ভালোবাসা বর্ষপূর্তি রাত
মনে হয়- সাথে খুঁজে বেড়াও বন্ধু আড্ডা এমন কিছু...
যা পারিনা দিতে...মেনে নিতে...হাতের নাগাল নিঃস্পৃহ !
যদিও বাধা হতে চাইনা আর ভবিষ্যৎ স্পর্শকাতর
জানি ফিরে আসবে সেই অমর সঙ্গী বিষণ্ণ দুপুরবেলা,
নিকষ কালো রাত... হুতুমের ডাক, শুনশান...
বড় আপন করে নেওয়া জোনাকির গুনগুন !
অনেক ভেবে আজ বেছে নেওয়া ইচ্ছামৃত্যু অবেলা,
যদিও প্রথম-প্রেম থেকে যাবে অটুট... চির-বন্ধন;
থাকবে হৃদয়ে তুমি সচেতন... থাকবে তা চিরন্তন !!!
“ একান্ত হৃদ-কোনে ”
এমন চিঠি আজ তোমাকে প্রথম লেখা,
ভালো করেই জানি- হিংসুটে ভাববে আমাকে;
হয়ত-বা ভাবতে পারো আনকালচার্ড !
তবু মনে প্রানে চাইনা আর
কেউ তোমাকে ছুঁয়ে যাক... কিংবা
ছবি তোলার অছিলায় জড়িয়ে ধরুক মডার্ন !
কিছুতেই মেনে নিতে পারিনা ভন্ডামি,
ওঁত পেতে থাকা ছদ্মবেশী শিকারি,
বন্ধুত্বের আড়ালে সুযোগসন্ধানী শ্বাপদ !
প্রিয় ছোঁয়া ভালোবাসায় শ্যেনদৃষ্টি,
দূরে থাকলেও টের পাই হৃদয় অনুভবে !
জানো কি তোমার প্রতিক্ষণের অস্থিরতা...ব্যাকুল
অপেক্ষা টের পাই বহতা বাতাসে ?
তোমার প্রতিটি হৃদকম্পে থাকি সময় মেনে,
প্রতিটি ধুকপুকে ওঠানামা অভ্যাস প্রতিদিন;
তাই তুমি থাকো সচল সজীব প্রাণচঞ্চল,
থাকো শুধু আমার হয়ে... একান্ত হৃদ-কোনে !!!
“ অজানা ভালোবাসা ”
খুব ভালোবাসি বলেই তোমাকে আগলে রাখা আজীবন
তা সে যেভাবেই হোক না কেন !
ছুত অছুত থেকে বাঁচাতে চাই জীবনপন;
যদিও জানি, মনে রাগ পুষে রাখো অকিঞ্চিৎকর !
হঠাত একদিন মুখ ফস্কে বলেছিলে-
‘ভালোবাসা না বুঝেই এমন কবিতা লেখা যায় বুঝি ?’
সেদিন থেকে ভালোবাসার অর্থ খুঁজি তোমার কথায় !
গিলে ফেলেছি শব্দ ভাণ্ডার, খুঁজে চলেছি তন্ন তন্ন,
আজও পাইনি মনের মতো অর্থ যথার্থ !
এমন হাতুড়ে জ্ঞান নিয়ে প্রেমের কবিতা ?
এই প্রথম বুঝতে চাওয়া ভালোবাসার গভীরতা !
আসলে হয়ত কিছুই বুঝি না প্রেম,
অনভিজ্ঞতায় কিভাবে যেন লিখে গেছি –
একের পর এক সুন্দর সব প্রেমের কবিতা !
সুন্দর বলছি ! আদৌ তা সুন্দর ছিল কি ?
মনের মধ্যে হাজারো প্রশ্ন ডুবে যায় সাঁতারবিহীন !
নিঃশব্দে কবিতা আজ বেবাক,
স্থবির কলম তাই নির্বাক,
আর আসে না কল্পনা চুপিচুপি,
স্বপ্নরা ফিরে যায় বেদনাহত,
হৃদয়ে জমেছে কালো মেঘ অনাহুত;
টুপটাপ ঝরে যায় অকাল বৃষ্টি নিরালায়
যদিও তোমাকেই খুঁজি অজানা ভালোবাসায় !!!
“ ভ্যালেন্টাইন্স-ডে ও তুমি ”
তোমার হাতেই সঁপেছি জীবনক্ষণ
আজীবন অন্ধবিশ্বাস গান্ধারী !
আমার যাকিছু নিবেদিত তুমিময়,
ভালোলাগা ভালোবাসা অপার প্রেম-
ডাইরি লেখা কবিতা অকবিতা...
সেই কবে দেওয়া প্রস্ফুটিত গোলাপ-
যত্নে রাখা বইয়ের খাঁজে কবর !
আরও একবার ‘ভ্যালেন্টাইন্স ডে' তোমাকে ঘিরেই,
সুন্দর সব ভাবনা কল্পনা স্বপ্নের ডালি সাজিয়ে-
উপহার দেব শুধু তোমাকেই ...
থাকবে তোমার সেই প্রিয় চুম্বন... বিরামহীন !!!
“ স্বপ্নের আমন্ত্রণ ”
স্বপ্নে আসার আমন্ত্রণ ছিলো অনেকদিন,
সম্ভম হয়নি এমন ডাক উপেক্ষা;
গুটি পায়ে সেদিন আসা নিস্তব্দ ঘরে
আলো আঁধারি শ্বেত শুভ্র বিছানা চাদরে
নীল মৃদু আলো কোলবালিশে জড়ানো অবুঝ
চেনা গন্ধে খুঁজে পাই প্রেম নিশ্চুপ
ভালোবাসা আদর উজাড় চুম্বন অকৃপণ-
সেই উষ্ণ ঠোঁটে চোখের পাতায়... শরীরময় !
যদিও কিছু কষ্ট নিয়ে ফিরে যাওয়া অজান্তে...
নিথর শরীর ঘুমঘোরে এলোমেলো,
প্রেম স্পর্সে কেঁপে ওঠোনি না একবারও
চেনা গন্ধে অচেনা অনুভব পাশ ফেরা
বিকট শব্দে নাসিকা গর্জন তাচ্ছিল্য
বরং আরও গভীর ঘুমে তলিয়ে যায় স্বপ্ন !!!
---------------------------
(০২.০২.২০১৩) --- পর্ণা। ©
দেরাদুন ।
সুচিন্তিত মতামত দিন