সুপর্নাঞ্জনা সরকার ( পর্ণা )








“ অবশিষ্ট শশ্মান যাত্রা ” 



আরও একবার বুকের ভিতরে জ্বলে যাওয়া অনুভব
কিছু পোড়া গন্ধ স্যাঁতসেঁতে হিংসুটে
যদিও তা অনাবশ্যক অকিঞ্চিৎকর পাগল প্রলাপ !
কেন যে এতো গভীর অনুভূতি বুঝি না প্রেম
পাশ কাটিয়ে গেলেই তো পারি কষ্ট !
বেশ তো ছিলাম জীবনযুদ্ধে আমরণ লড়াই
একাকি অনশন বিধবা রাত কবিতা আঁকিবুঁকি !
কোন ফাঁকে যেন আরশোলা সুড়সুড়ি কেটে যায়
সজাগ করে বিনিদ্র রাত পোয়াতি চাঁদ !
সেই কবে চুপিচুপি এসেছিল প্রেম অজান্তে
সযত্নে সাজিয়েছিলাম কবিতা অমর প্রেম
কল্পনায় বুঝি ঘাটতি ছিল কিছু অবুঝ
হয়ত ফুটিয়ে তুলতে পারিনি নিজেকে বাস্তব
আর চাইনা বোঝাতে নতুন কিছু হাস্যকর !
তাই এইভাবেই পুড়ে যাই মাঝে মাঝেই
নাকি ইচ্ছে করেই পোড়াও প্রতিনিয়ত ?
ক্ষতবিক্ষত হৃদয়ে আর পারিনা জ্বলে যেতে
কিছু তো অবশিষ্ট থাক শশ্মান যাত্রা !!!
---------------------------------
(২৬.০৩.২০১৩) ----- পর্ণা। ©

দেরাদুন ।


একটি মন্তব্য পোস্ট করুন

3 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. পর্ণা......তোর কবিতা পড়তে তো আমার খুব খুব ভাল লাগে । প্রতিষ্ঠিত কবি হতে আর বেশী দেরি নেই ।

    কাকু

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. অনেক ধন্যবাদ কাকু। তোমাদের জন্যই তো আমি লিখি। সঙ্গে থেকো। :)

      মুছুন

সুচিন্তিত মতামত দিন