ঊষসী ভট্টাচার্য









শামুক জন্ম



ঘুমের ওষুধ খাওয়ার চল বহুদিনের
রাতের অ্যান্টাসিড হজমে বিষাক্ত,
হলুদ মাকড়সা রক্তে জাল বোনে
নীল সুতোর !
লালা ঝরে পড়ে
বুনো আকাঙ্খিত ঘুমের।
দুচোখে আজকাল চশমার আকাল,
আমাদের সভ্যতার ধুলোর বড় বারাবারি,
ঘুমের আয়োজন মানেই সেই
ঠাম্মার হাত পাখা, রূপকথা...
জাগরণ ই যখন
বিলাস বহুল স্বপ্ন
স্লিপিং পিলও তখন অপ্রয়োজনীয় গন্তব্য !
পোড়াকাঠ বাসর ঘড়,
চিতা ঘুমের তফাৎ কেবল তাই অভিধানেই !


কলকাতা ।

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

সুচিন্তিত মতামত দিন