ইমেল নাঈম











অনুভূতি


ক্রমশ বাকরুদ্ধ হয়ে যাচ্ছি । কেউ বাকযন্ত্র টিপে ধরেছে , বিকল করার মানসে । সুযোগ খুঁজছে কালো কাপড়ে চোখ দেঁধে দেয়ার , কিন্তু কান নিয়েই বাঁধে যত সমস্যা । ভুল করেই যদি সত্য প্রবেশ করে কর্ণ গহবরে , আর ছড়িয়ে পড়ে মস্তিষ্ক থেকে হৃদয়ে , তখন তাদের কী হবে । জানোই তো তাদের অনুভূতিগুলো বড্ড স্পর্শকাতর, একটু ছুঁতে গেলেই হুড়মুড় করেই ভেঙ্গে যায় । ঠিক ভেঙে যায় বললে ভুল হবে , শুদ্ধ করেই বলি মচকে যায় । আচ্ছা অনুভূতিগুলো এমন কেন , কোথায় যেন ফাঁক রয়ে যায় ?
কোন এক প্রত্যন্ত গ্রামের কথাই বলি , ছেঁড়া জামা পরা শিশুটি কেন বিদ্যালয়ের গণ্ডী পেরুবার আগেই বাল্য বিবাহর বলী হয় । সেই নববধুটি যখন যৌতুকের দায়ে নির্যাতিতা হয় তখন অনুভূতিটা কোথায় যেন লুকিয়ে থাকে । গ্রামের নববধুর কথা বাদ দেই এর চেয়ে বলি গ্রামের প্রাপ্তবয়স্কা নারীটির কথা , সে কেন একজন নারী তার পরিবারে উপযুক্ত মর্যাদা পায় না । এখানেই নির্জীব তাদের অনুভূতি ।
গ্রাম থেকে শহরের দিকে যদি দেখি তবে চোখে পড়ে নির্যাতীত পরিচারিকার মুখ , পথে ঘাটে উক্তক্ত হওয়া মধ্যবিত্ত কোন কিশোরীর সাতকাহন কিম্বা ধনীর বখাটে সন্তানের কির্তীকলাপ । এখানেও নির্জীব তাদের অনুভূতি ।
কিছু মানুষের কথা না বললেই নয় । তারা ধর্মের কথা বলে ব্যবসা করে যাচ্ছেন অবলীলায় । আমাদের কোথায় কী করতে হবে তাও বাতলে দিচ্ছেন ওনারা । আবার নিজেদের মন মত করে ধর্ম ব্যাখ্যা করছেন নিজের সুবিধার্থে । আবার কিছু মানুষ আছে যা ইচ্ছে তাই লিখে যাচ্ছেন বাক স্বাধীনতার নামে মানবতাকে আঘাত করে । এই মানুষগুলোই ব্যবসা করে চলেছেন অনুভূতিকে নিয়ে।
ভাবছি লেজ কাটা শুশীল হয়ে যাবো ।


চট্টগ্রাম ।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. ভালো লেখা -- আর একটু বাড়ানো গেলে আরও ভালো লাগতো ।

    উত্তরমুছুন

সুচিন্তিত মতামত দিন