আজম মাহমুদ










চিরবন্ধ দরজা
(হৃদয়ে সুখের বাসা, মরমে অমর আশা চিরবন্দি ভালোবাসা প্রাণপিঞ্জরে... -রবীন্দ্রনাথ ঠাকুর)





চিরবন্ধ দরজার সম্মুখে এসে থেমে যাই উদভ্রান্ত পথিক আমি। বাম কবাটে কান পেতে শুনি ধুক্ ধুক্ ধুক্ ধুক্ শব্দ অবিরাম। আরও গভীর মনোযোগ দিলে দরজার ভেতর থেকে ভেসে আসে আমারই নাম। এতোটা পথ হেঁটেছি, এতো দুষিত শব্দ মিশে গেছে কানে- নিজেরই নামটি বড় অচেনা ঠেঁকে নিজের কাছে। এ দরজা ছিলো আমার পরম গন্তব্য, এ গন্তব্যই ছিলো একটা জীবন পথিক বেশে কাটিয়ে দেয়ার কারণ। চিরবন্ধ দরজার ওপারে ছড়ানো ছিটানো প্রেম-মনি-মুক্তা, বিশ্বাস-সুখ-স্বপ্ন, একটা চঞ্চলপাখি আর ভালোবেসে রাখা আমার ছোট্ট নাম।

রাজশাহী ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.