
ডেকে আনা রাত
কল্পদৃশ্য ও গান, আর মাঝে কিছু কিছু ভাগ করা নিরবতায় নির্ধারিত আলাপন। ভিজে যায় চুইয়ে পরা আলোয়। ক্রিয়া প্রতিক্রিয়াহীণ বাক্যালাপ কণ্ঠ সৌন্দর্যে স্নান সারে। শীউলির বোটা শুষে শুষে নিঃশেষে শেষ করে পান পর্ব । পশ্চিমের কপালে সিঁদুর বৃত্ত টেনে নেয় নদীর ভ্রূ পাড়ে, আনন্দগুলো ছলকে ওঠে মীন নৃত্য দেখে। অতঃপর, করতল বন্ধনে মেঠোপথ হাঁটে গন্তব্যে।
এটুকু আঁধার কাটিয়ে নিয়ে চলে, লক্ষ লক্ষ রাত্রি পোকারা.............
বরিশাল ।
সুচিন্তিত মতামত দিন