
মাতৃবধ্যভূমি
সকলেই বন্দি যদি নিজের ভেতরে
কে কার কথা শোনে কে কাকে পড়ে!
বাইরে দাঁড়াতে বলেছিলে কবিগুরু
কী করে বেরোই কোথ্বেকে করি শুরু?
জীবন নিয়েই খুব বেশি হেলাফেলা
উদয়াস্ত আসুরিক মৃত্যুযজ্ঞ খেলা
কেটে ফেলি ছিঁড়ে ফেলি একে অন্যকে
অবিরত পুড়ে মরি দুঃখদ্রোহশোকে।
পুত্র শোনেনা মাকে কন্যা শোনেনা
শুনবে কী বিদেশের দাসদাসী কেনা
অশ্রু স্নানের জল শোণিত পানীয়
যদি তুমি পারো গুরু মুক্তিমন্ত্র দিয়ো।
বিশ্বলোকের সাড়া পেয়েছিলে তুমি
এককোণে আমি স্তব্ধ মাতৃবধ্যভূমি।
ঢাকা।
সুচিন্তিত মতামত দিন