
from: Soumali Pal <soumalipal08@gmail.com>
to: attar sannidhe <attarsanniddhe@gmail.com>
date: Mon, May 6, 2013 at 9:34 PM
subject: Re: kobita
mailed-by: gmail.com
signed-by: gmail.com
আমার কবি বিশ্বকবি
সৌমালী পাল
হে কবি তুমি বরেণ্য সারা বিশ্বে
তুমি আছ সবার নিস্বাসে মিশে
তুমি মোদের সুখ-দুখের সাথী
তোমায় মগ্ন যে দিবারাত্রি
সে খুঁজে পায় শান্তির ভাণ্ডার
তুমি যার কান্ডারী তার কি চিন্তা আর
তুমি পূজ্য সব বিদ্যালয়ে
সুর সাজে গলায় তোমার লয়ে
সুরুতে তুমি, তুমিই শেষ
তুমি ছড়িয়ে আছ দেশবিদেশ
হে বিশ্বকবি থেকো সদা হ্রিদয়াসনে
তোমার আশিস পায় যেন জনে জনে
--
Thank you
Soumali Pal
সুচিন্তিত মতামত দিন