
একটি সায়নাইডের পিল
একটি সায়নাইডের পিল
অভিশপ্ত প্রশ্নে জর্জরিত
গলা বেয়ে ঘৃণা নিয়ে আত্মতুষ্টি নিয়ে হৃদযন্ত্রে ধাক্কা দেয়
গলা তার শুকিয়ে যায় ।।
সে যে স্থান পেলো মৃত্তিকার হৃদপিণ্ডের গভীরে
আঘাত হানলো না বিষক্রিয়া
রক্তজবায় তাচ্ছিল্যের দৃষ্টান্ত পরিষ্কার --
স্নায়ু যন্ত্রনা কায়াহীন হয়ে
পোশাকি নাম ভেঙ্গে সোজা আত্মসমর্পণ --
নতজানু নগ্ন মানব সভ্যতা ।।
কলকাতা ।
সুচিন্তিত মতামত দিন