আসমা অধরা











দীর্ঘশ্বাসের আলাপন




অশান্ত মনে যখন তখন বেড়ে যায়
পিপীলিকার সারিবদ্ধ চলাচল;
অসহ্য এলার্জিতে ছেয়ে যায় শিরা উপশিরা_
বাড়াবাড়ি রকম দ্রুততায় বইতে থাকে
রক্তের চাপ ত্রিগুন...
তেমনি এক নিম্নচাপমুখী স্তব্ধ সন্ধ্যায়_
সমস্ত অর্জিত কষ্টগুলোকে
ঢেলে দিতে গিয়ে সমুদ্রের কাছে;
আরো কিছু ঋণ বাড়িয়ে নিয়ে এসেছি নির্দ্বিধায় !
ফেরার পথে অজান্তেই ভেঙ্গেছে
কিছু পিপড়ের ঘর বসতি_
আর পদপৃষ্ঠ হয়ে মুছে গিয়েছে
কাঁকড়া চলা পথ;
হয়নি বিসর্জন,আবার নতুন করে
গড়ার লক্ষ্যে।
শুধু কিছু মৃতবসতি আর ফেনীল ঋণে
আরো অধিক নিমজ্জিত হয় জীবন,
বেড়ে যায় লাল আলোয় লুকোনো রক্তাভ
চোখের ইতিহাস;
আর পেকে টুসটুসে রক্তিম বেদানার মতোই
ফাটল ধরে আসে হৃদয় অলিন্দে_
কষ্টের রঙেরাও দিনকে দিন কালচে
হয়ে আসে খুব;
নিশিদিন অবিরাম পুরোনোই সেই প্রক্রিয়ায়
দীর্ঘ থেকে আরো সুদীর্ঘ হয়
দীর্ঘশ্বাসের আলাপন ।।


মিরপুর , ঢাকা ।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. কষ্টের রঙেরাও দিনকে দিন কালচে
    হয়ে আসে খুব ;
    নিশিদিন অবিরাম পুরনোই সেই প্রক্রিয়ায়
    দীর্ঘ থেকে আরো সুদীর্ঘ হয়
    দীর্ঘশ্বাসের আলাপন ।। --------- দারুন

    উত্তরমুছুন

সুচিন্তিত মতামত দিন