
আনন্দাস্রু
তীরের মত সে বিঁধল আমার গায়ে, রোদের তাপকে এড়িয়ে শীতল এক কণা
চারিদিক থমথমে, দমবন্ধ আমেজ, কোনো এক কারণে আমিও ছিলাম একটু আনমনা
চিন্তার স্রোতে বাঁধ সেধে, জানান দিল যে বৃষ্টি হবে এবার
কি করে সে এত শীতল, যখন তাপের দহনে সবাই জেরবার
দু এক ফোঁটায় শুরু হয়ে নামল শেষে অঝোর ধারায়
চুইয়ে পড়ল ধরার বুকে, ছুটে চলল তার শিরায় শিরায়
তৃপ্ত হল ধরিত্রী, শান্তি পেল জীবজন্তুরা সবে
এই আনন্দধারায় কোন এক ব্যাথা, মনে ফোটে ওঠে নিরবে।।
সুচিন্তিত মতামত দিন