শামীম পারভেজ










মিষ্টি পরিবার


এক বছর হাটলাম 'শব্দের মিছিলে'
নেই কোনো ক্লান্তি নেই কোনো কষ্ট
ছিলো মনে সাহস আর দেহে ছিল শক্তি
করবোনা কোনো ভয় এটা ছিল স্পষ্ট ।
পাতা আর ফুলে ভরা আমাদের মিছিলে 
ছন্দে ছন্দে কতোনা আনন্দে হয়েছিল সৃষ্টি
নেই কোনো দ্বন্দ আর নেই গাল মন্দ 
লিখে যায় কতো কথা টক ঝাল মিষ্টি ।
মিছিল এসে জমা হয় একই ছাতার ছায়াতে
হৃদয়ের কথা বলে ভালোবেসে বারবার 
এখানে আসে যারা শান্তিতে থাকে তারা 
'আত্মার সান্নিধ্যে যারা' যেন মিষ্টি পরিবার ।




সাদা মনের কথাগুলি 


সাদা বাড়ায় উজ্জ্বলতা
সাদায় থাকেনা দুর্বলতা 
সাদা রঙ্গের নেই তুলনা
সাদাকে কেহ ভুলে যায়না ।
সাদা হৃদয় হয় নরম 
সাদা মনে দয়া পরম 
সাদা হৃদয় যায়না দেখা 
সাদায় থাকে প্রেমের রেখা ।
সাদায় হয় অনেক আলো 
সাদা এলেই পালায় কালো 
সাদা কাগজে লেখালেখি
সাদা মনের কথাগুলি ।


আমি থাকি 



আমি থাকি সবুজের দেশে 
যেখানে সবুজ ঘাসে ভরপুর 
আমি থাকি পাখিদের দেশে 
যেখানে আছে সুমধুর সুর।
আমি থাকি নদীর দেশে 
যেখানে ভাসে নৌকা ভেলা 
আমি থাকি ইলিশের দেশে 
যেখানে বসে ইলিশের মেলা।
আমি থাকি পলির দেশে
যেখানে জন্মে শব্জি ধান 
আমি থাকি ফলের দেশে
যেখানে সুবাসে ভরে প্রাণ।
আমি থাকি শাপলার দেশে 
যেখানে নয়নের ক্ষুদা মেটায়
আমি থাকি রাখালের দেশে
যেখানে বাঁশের বাঁশি বাজায়।
আমি থাকি জ্যোৎস্নার দেশে
যেখানে আছে রূপালি আলো
আমি থাকি হৃদয়ের দেশে 
যেখানে ভালবাসার কথা বলে।
আমি থাকি গাছের দেশে
যেখানে আছে কত ছায়া
আমি থাকি মায়ের কোলে
যেখানে আছে স্নেহ মায়া।
আমি থাকি মুক্তির দেশে 
যেখানে তারা করেছে যুদ্ধ
আমি থাকি স্বাধীন দেশে 
যেখানে থেকে আমি মুগ্ধ।
আমি থাকি সোনার দেশে
যেখানে সুনামের নেই শেষ 
আমি থাকি এমনই দেশে
যেখানে তার নাম বাংলাদেশ।




অদৃশ্য মনেরই আয়না

তোমার পানে তাকালেই আমি
শুধু আমাকে দেখি
চেয়ে থাকে পলকহীন দৃষ্টিতে
আমার দু'টো আঁখি।
আমি কি এমনই আমি
বিশ্বাসই হতে চায়না
তোমার জন্যই নিজেকে দেখলাম 
হে প্রিয় আয়না ।
আমি দেখতে চাই হৃদয়টাকে
এটাই এখন বায়না
পারবে কি দেখাতে আমায়
হে প্রাণের আয়না !
না কোনো ভাবেই সম্ভবনা 
জানি তুমি পারবেনা 
হৃদয়টা কেমন দেখতে, চাই 
অদৃশ্য মনেরই আয়না ।




পথেই


পথেই জন্ম পথেই থাকি
পথেই বসি পথেই খেলি
পথেই ঘুমাই পথেই জাগি
পথেই খাই পথেই চলি ।
পথেই ঘুরি পথেই কাজ
পথেই হাসি পথেই সুখ
পথেই কান্না পথেই বেদনা
পথেই কষ্ট পথেই দু'খ ।
পথেই মোরা পথের পথিক
পথ ছাড়া উপায় নাই
দেহে মোদের নাই বস্ত্র
মোরাতো ভাই সেই 'টোকাই'






যায় কোথায় মন হারিয়ে 


নীলে ঢাকা সবুজ চাদর
সবুজের নিচে আমার বাস
মিষ্টি সুরের হাওয়া বয় 
আমার বাড়ির আশপাশ ।
নানান রঙের ফুল জন্মে
আমার খয়োরি আঙ্গিনাতে 
সুবাস ছড়ায় চার দিকে 
হৃদয় সবার উঠে মেতে।
ফোঁটা ফোঁটা স্বচ্ছ শিশির 
ভোরে পাবে ঘাসের মাঝে
হাটলে তাতে চরন দু'টো
জড়িয়ে ধরে ছাড়েনা যে ।
পড়ে যখন রবির আলো 
রঙ্গিন হয় শিশিরগুলো
কি সুন্দর লাগে তখন 
চোখ দেখেনা অন্যগুলো।
কাজল কালো অন্ধকারে
আলো জ্বালে ঝিঁঝিঁ পোকা
এই দৃশ্য দেখলে পরে 
মন চায়কি ঘরে থাকা !
হঠাৎ করে চাঁদ হাসে 
রূপালী আলো দেয় ছড়িয়ে
এই আলোতেই বসে বসে
যায় কোথায় মন হারিয়ে ।



মাটি 


মাটির মাঝে থাকি মোরা 
মাটিতেই করি চাষ 
মাটির মাঝেই ঘর বেঁধে 
এতেই করি বাস ।
মাটির মাঝেই সোনার খনি
মাটিতেই আছে জল
মাটির মাঝেই দাঁড়িয়ে থাকি
মাটির অনেক বল ।
মাটি দিয়ে সৃষ্টি মোরা 
মাটিতে যাবো চলে 
মাটিই মোদের খাবে তখন
মাটির ঘরে গেলে ।


কোথা ঠাই পাই


কথা কাটাকাটি
দিনটাই মাটি 
শুধু ঝগড়া ঝাটি 
হাতে নেয় লাঠি ।
খালি মারামারি 
হঠাৎ পরে বারি 
রাস্তা ঘাট ছাড়ি 
চলো যাই বাড়ি ।
গিয়ে দেখি বাড়ি 
চুলায় খালি হাড়ি
বউ গেছে ছাড়ি
কোথা পাবো নারী ।
কিযে করি হায় 
কষ্ট বেদনায় 
দুঃখে পরাণ যায় 
আছি চিন্তায় ।
মাথা চুলকাই
বুদ্ধি শুদ্ধি নাই
এবার কোথা যাই
কোথা ঠাই পাই ।



- ঢাকা - 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.