
কবি হবার শখ
অকবির লেখনীতে শব্দেরা জব্দ,
ভাবনার কারাগারে কবিতাও স্তব্ধ।
মুখে কোন কথা নেই,মাথা গুঁজে লিখে যাই,
কলমের আঁকিবুকি, মন বলে দুর ছাই।
মনে ভাবি কত কিছু,লেখনী তা লেখে না,
চোখে দেখা স্বপ্নকে অক্ষরে দেখে না।
গাছ দেখি, ফুল দেখি,দেখি কাঠপিঁপড়ে,
দরকচা মন থাকে অ-কাব্য আঁকড়ে।
মিল খুঁজি অক্ষরে,ছন্দের নাম নেই,
সুছাঁদের কথাকলি,তবু তার দাম নেই।
অভিধান বেছে আনি আনকোরা উপমা,
খাতা তবু সাদা থাকে,বদনাম ঘোচেনা।
তিলতিল তবু জমে কবিত্বের বাসনা,
শব্দের মিছিলেতে নই আমি ফেলনা।
কলকাতা ।
বাহ বেশ বেশ
উত্তরমুছুনসুচিন্তিত মতামত দিন