নিছকই সংখ্যা তত্তের উপরে নির্ভর না করে, সাহিত্য প্রেমী, বাংলা ভাষা প্রেমী মানুষদের মেল বন্ধন এবং প্রবীণ কবিদের মাঝে এ প্রজন্মের নবীন কবিদের সৃষ্টি কে আলোকিত এবং প্রসারিত করাই আমাদের মূল লক্ষ্য। যাদের কাব্য সৃষ্টির মধ্যে দিয়েই - সমাজ ব্যবস্থা, শিক্ষা, জীবিকা, স্খলিত রাজনীতি , নৈরাজ্যর মূল্যায়ন সম্পর্কে অবহতি হতে পারি, দিশা খুঁজে পেতে পারি , একটা সিদ্ধান্ত আসতে পারি ।
এই ছড়িয়ে দেওয়ার মাঝেই সার্থক হবে মানুষকে সচেতন করা এবং শব্দের মিছিলে একত্রিত করা। আমরা যত বেশী ছড়িয়ে দিতে পারব ততো বেশী শব্দেরা গর্জিত হবে , উশৃঙ্খলতা, নৈরাজ্য, অপশাসন বিলুপ্ত হবে ।
চাই, পাশাপাশি জেগে উঠুক ভালোবাসার অপরূপ কাব্য, যার মধুময়তা আমাদের শক্তি দেবে, ভক্তি দেবে, অন্তরে শ্রদ্ধা দেবে, আর দেবে সুখ শান্তি সমৃদ্ধি ।। যেটা মানুষের ঐকান্তিক প্রয়োজন ।।
শব্দের মিছিল অচিরেই সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে যাবে, এটা নিশ্চিত । এই আশা থেকেই সমগ্র কবি কূলকে এক সূতায় বাঁধা এবং তাদের শব্দ সৃষ্টিকে মেলে ধরার আমাদের এই ক্ষুদ্র প্রয়াস ।
শব্দের মিছিল
শব্দের মিছিল
সুচিন্তিত মতামত দিন