
প্রজন্ম চত্বর যেন বাহান্ন আবার!
প্রিয়তমা
আমি এখন শাহ্বাগ স্কয়ারে;
মননের যেই লতা গুলো
বাংলার মাটি জল আর বাতাস কেন্দ্র করে
বাঁচে, নাচে, স্ফূর্তি পায়
তারা মানছে না তোমার সুবিধাবাদী যুক্তি
আর গাঁ বাঁচানো উপদেশ আজ;
সংসারি কাজ নয়,
মাথার উপর সূর্য সাক্ষী, সাক্ষী মশাল জ্বলা মধ্য রাত,
আজ, নিজ পরিচয় জেনে নেয়া আর জানিয়ে দেয়াই কাজ।
প্রিয়তমা
দেখে যাও ফুঁসে ওঠা মানুষের যূথবদ্ধ ক্ষোভ
রাজাকারদের ফাঁসির দাবীতে, আপামর জনতার ধান্দাহীন বোধ;
আবার উঠেছে জেগে, শাহবাগ এ, কঠিন শপথে, বাংলার আকাশ বাতাস
যেন এসেছে ফিরে সেই বাহান্ন, সেই হিরণ্ময় ইতিহাস।
প্রিয়তমা
বাহান্ন তে জন্মায়নি আমি, একাত্তরে শিশু ছিলাম, দুধের ...
এ মাহেন্দ্রক্ষণ দিয়েছে সুযোগ জন্মের ঋণ মেটাবার;
প্রিয়তমা
ইতিহাসের অংশ এখন আমি, তোমাকেও পাশে চাই
এসো, চলে এসো, যুদ্ধে; যোদ্ধা হতে কজন-ই বা পারে!
আমি যুদ্ধে আছি, আছি অপেক্ষায়, আরেক ষোল-ই ডিসেম্বরের!
কুষ্টিয়া ।
সুচিন্তিত মতামত দিন